Aajbikel

দীপাবলিও জেলের ভিতর থেকে দেখতে হবে! অনুব্রত-সুকন্যার নিস্তার নেই

 | 
অনুব্রত সুকন্যা

নয়াদিল্লি: না, এবারেও হল না। বারবার আর্জি জানিয়ে আবার সেই 'না'ই শুনতে হল। গরুপাচার মামলায় ধৃত তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল থাকছেন জেলেই। শুধু তিনি নয়, কন্যা সুকন্যা মণ্ডল, আপ্তসহায়ক সায়গল হোসেন সকলকেই তিহাড় জেলে কাটাতে হবে আগামী ২৯ নভেম্বর পর্যন্ত। পরপর দুবছর দুর্গাপুজোর পর এবারও কালীপুজো ও দীপাবলি তাদের কাটবে জেলেই। 

মঙ্গলবার দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে এই মামলার শুনানি ছিল। সেই শুনানিতেই এমন নির্দেশ দিয়েছে আদালত। যদিও আজও শারীরিক অসুস্থতার কথা বলে জামিনের আর্জি জানান অনুব্রতর আইনজীবী। বলেন, তাঁর মক্কেলের ডান পায়ে ব্যথা। পা ক্রমশ সরু হয়ে যাচ্ছে। যে কারণে হুইলচেয়ারেই আদালতে পৌঁছান তিনি। কিন্তু আদালত এই বিষয়ে কোনও আলোকপাত করেনি। 

এদিকে জেলে হাতে আঘাত পেয়ে এদিন ব্যান্ডেজ করে কোর্ট রুমে এসেছিলেন সায়গল হোসেন। তিনিও অবশ্য তার জন্য জামিন পাননি। কিন্তু অনুব্রত মণ্ডলের কী হয়েছে, তাঁর পায়ের ওমন অবস্থা কেন, তা নিয়ে কৌতূহল। আইনজীবীরা আদালতে জানিয়েছেন, অনুব্রতর পায়ের হাড় ক্ষইতে শুরু করেছে। ডান দিকের পায়ে ব্যথা রয়েছে তাঁরা। যার জেরে পা ক্রমশ রোগা হয়ে যাচ্ছে। ঠিক মতো হাঁটতেও পারছেন না।    

Around The Web

Trending News

You May like