বীরভূম: উত্তেজক এবং মজার কথা বলে রাজ্য রাজনীতি সরগরম করে রাখেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। কিন্তু এবার সেরকমই এক বিবৃতি দেওয়ায় তাঁর বিরুদ্ধে বীরভূমের মল্লারপুর থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। এই অভিযোগ দায়ের করেছেন বিজেপির বীরভূম জেলা কমিটির সাধারণ সম্পাদক অতনু চট্টোপাধ্যায়। অনুব্রতর বিরুদ্ধে অভিযোগ, প্রকাশ্য জনসভায় বিজেপি কর্মীদের মেরে হাত-পা ভাঙার নির্দেশ দিয়েছেন তিনি।
একটি ভিডিওয় ময়ূরেশ্বর ১ নং ব্লক তৃণমূল কংগ্রেসের বুথ ভিত্তিক জনসভায় অনুব্রতকে তাঁর দলের কর্মীদের বিরুদ্ধে ব্যাপক উষ্মা প্রকাশ করতে দেখা গেছে। অনুব্রতকে বলতে শোনা গেল, ‘তোর ওখানে জমায়েত করছে বিজেপি কর্মীরা আর তোরা ঠুঁটো জগন্নাথ হয়ে দেখছিস? হাত পা নাই তোদের? নুলো হয়ে গেছিস নাকি? বেরিয়ে পা দুটো ভেঙে দিলি না?’ যাদের উদ্দেশে অনুব্রতর এই বার্তা তাদের তরফে কিছু একটা সাফাই দেওয়া হলে তৃণমূল নেতার জবাব, ‘ইয়ার্কি নাকি! অন্যায় ভাবে যেখানে সেখানে ফ্ল্যাগ খুলে নিয়ে চলে আসবে আর তোরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবি নাকি? এই শোন, আমি মুখে যাই বলি না কেন, কাজ কিন্তু বন্ধ রাখবি না। নাহলে ছাড়ব না কিন্তু বলে রাখলাম।’
বিজেপির সাধারণ সম্পাদকের বক্তব্য, হাত-পা ভেঙে দেওয়ার এই হুমকি অনুব্রত ঠিক দু’ মাস আগে দিয়েছিলেন। তারপর থেকেই এলাকায় বিজেপি কর্মীদের ওপর তৃণমূলের অত্যাচার প্রবল বেড়ে গেছে নলে তাঁর অভিযোগ। থানায় লিখিত অভিযোগে অতনু চট্টোপাধ্যায় লিখেছেন, শুরু শারীরিক নয়, মানসিক ভাবেও আঘাত পেয়েছেন বিজেপির কর্মীরা। এলাকার সাধারণ মানুষও অনুব্রতর এই হুমকিকে ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে বলে তাঁর দাবি। এমনকী সেদিনের জনসভায় মাস্ক ছাড়া এবং কোনও কোভিড প্রোটোকল না মেনে অনুব্রতর সভা করার কথাও অভিযোগ পত্রে লিখেছেন অতনু। অনুব্রতর যাতে এই কারণে শাস্তি হয় তার অনুরোধ করেছেন বিজেপি নেতা।