নিজস্ব সংবাদদাতা, নানুর: বছরের প্রথম দিনে বীরভূমের নানুরে মিলন মেলার উদ্বোধন করলেন তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। মঞ্চ থেকে স্বমেজাজে গেরুয়া শিবিরকে একের পর এক হুমকি দিলেন বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল৷ নাম না করে এদিন তিনি বিজেপি কর্মীদের ‘ঠেঙিয়ে পগারপার’ করার নিদান দেন দলীয় কর্মীদের। অনুব্রত মণ্ডল বলেন, “গ্রামের একটি ভাষা আছে। ঠেঙিয়ে পগারপার কর। আর আমিও আপনাদের বলছি, তাদের ঠেঙিয়ে পগারপার করে দিন।”
বিজেপিকে তোপ দাগার পাশাপাশি এদিন নাম না করে মেদিনীপুরের দোর্দন্ডপ্রতাপ নেতা যিনি সদ্য দলবদল করে বিজেপিতে এসেছেন, তাঁর উদ্দেশেও তোপ দাগেন অনুব্রত। বলেন, “অনেক হনু এগাছ থেকে অন্য গাছে লাফ দিচ্ছে।’’ একইসঙ্গে এদিন কেন্দ্রীয় সরকারকে তোপ দেগে তোপ দেগে অনুব্রত বলেন, বিজেপি ক্ষমতায় এলে কন্যাশ্রী, রূপশ্রী থেকে শুরু করে বাংলার আর কোনও প্রকল্পই রাখবে না৷
শুক্রবার মেলার উদ্বোধন করার পর সেখানেই অনুব্রত মণ্ডলের মাথায় রুপোর মুকুট পরিয়ে দেন তৃণমূল কর্মীরা৷ ২ কিলো ওজনের রূপোর মুকুটটি দলীয় কর্মীদের কাছ থেকে পান অনুব্রত৷ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাপরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ করিম খান-সহ অন্যান্যরা। এপ্রসঙ্গে অনুব্রত মণ্ডল বলেন, “ওরা আমাকে ভালবাসে। আমার প্রতিটি মানুষের উপর আলাদা টান আছে। যারা আছে এখানে সবাই আমাকে শ্রদ্ধা করে। ভালবাসে। তাই মিলন মেলা হলে ওরা আমার জন্য রাখে।”