পার্টি অফিস থেকে লকডাউনের দিন বদল অনুব্রতর, নয়া লকডাউন ঘোষণা

পার্টি অফিস থেকে লকডাউনের দিন বদল অনুব্রতর, নয়া লকডাউন ঘোষণা

 

বোলপুর: ফের বেলাগাম অনুব্রত মণ্ডল৷ সরাসরি প্রশাসনিক নির্দেশিকা উড়িয়ে পার্টি অফিস থেকে প্রশাসনিক লকডাউন বিধি ভঙ্গ করে নতুন লকডাউনের ঘোষণা করলেন তৃণমূলের বীরভূম সভাপতি অনুব্রত মণ্ডল৷ জেলা শাসকের জারি করা নির্দেশিকা উড়িয়ে আগামীকাল বীরভূম জেলায় কোনও লকডাউন হবে না বলেও ঘোষণা করেছেন তিনি৷ উল্টে, ২ অগাস্ট থেকে বীরভূমে নতুন রূপে লকডাউনের বিধি পালনের নির্দেশ দিয়েছেন অনুব্রত৷ অনুব্রতর ঘোষণার পর বিজ্ঞপ্তি জারি প্রশাসনের৷

আরও পড়ুন- NASA-র বাহনে মঙ্গলে পাড়ি দিলেন বাংলার ছেলে শৌনক

কবে বীরভূমে আংশিক লকডাউন কার্যকর হবে তা? পার্টি অফিসে বসে নিজের মর্জি মতো ঘোষণা করে দিলেন অনুব্রত মণ্ডল৷ ২৪ থেকে ৩১ জুলাই পর্যন্ত বীরভূমে  আংশিক লকডাউন আগেই ঘোষণা করেছিল জেলা প্রশাসন৷ কিন্তু প্রশাসনের নির্দেশ কার্যকর বুড়ো আঙুল দেখিয়ে আগামীকাল শুক্রবার ও শনিবার বীরভূম জেলায় কোনও লকডাউন হবে না বলে ঘোষণা করেছিলেন বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল৷ কাল-পরশু সব কিছু খোলা থাকবে বলে প্রশাসনের নির্দেশকে উড়িয়ে ঘোষণা করে দিয়েছেন তিনি৷ উল্টে আগামী ২ অগাস্ট থেকে বীরভূমে টানা লকডাউন বিধি কার্যকর থাকবেও পার্টি অফিস থেকে জানিয়ে দিয়েছেন অনুব্রত মণ্ডল৷ ২ অগাস্ট থেকে দুপুর ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত লকডাউন জারি থাকবে বলেও ঘোষণা অনুব্রত’র৷ প্রশাসনিক নির্দেশিকা ছাড়া বীরভূমে তৃণমূল পার্টি অফিসে বসেই অনুব্রতর ঘোষণা ঘিরে তৈরি হয়েছে বিতর্ক৷

আরও পড়ুন- সোমেন মিত্রর দেহ আসতে দেরি, ফুল রেখে চলে গেলেন মুখ্যমন্ত্রী

আজ তৃণমূলের পার্টি অফিস থেকে অনুব্রত মণ্ডলের ঘোষণা, ‘‘দু’তারিখ থেকে টানা তিনটে পর থেকে লকডাউন হবে৷ রাত ১১টা পর্যন্ত চলবে৷ বীরভূম যত দ্রুত করোনা মুক্ত হয়ে উঠবে, ততো দ্রুত তুলে নেওয়া হবে৷ কাল সারা দিন খোলা থাকবে৷ কাল-পরশু সব খোলা থাকবে৷লেবারদের খুব অসুবিধা হচ্ছিল৷ দোকানদারদের অসুবিধা হচ্ছিল৷ তিনটে পর্যন্ত খোলা৷ ঠিক হবে না? তিনটের পর আর মানুষ মার্কেটে বেরোবে না৷ কোন সমস্যা হবেনা৷’’

আরও পড়ুন- সোমেন মিত্রর রাজনৈতির জীবনেও ঘটেছিল একাধিক পালাবদল

প্রশাসনের তরফে ৩১ জুলাই পর্যন্ত আগে থেকেই লকডাউনের ঘোষণা করা হয়েছিল৷ কিন্তু অনুব্রত মণ্ডল জানাচ্ছেন, আগামীকাল লকডাউন হবে না৷ আর এই নিয়ে তৈরি হয়েছে চূড়ান্ত বিভ্রান্তি৷ অনেকেই বলতে শুরু করেছেন, আগামীকাল লকডাউন হচ্ছে কি হবে না সেটা নির্ধারণ করবে কে? তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল নাকি প্রশাসন? তাহলে কি প্রশাসনের কাজ তৃণমূলে অনুব্রত মণ্ডল পার্টি অফিস থেকেই পরিচালনা করছেন? জেলাশাসকের তরফে আগেই ২৪ থেকে ৩১ জুলাই পর্যন্ত লকডাউনের ঘোষণা করা হয়৷ পরে অনুব্রত ঘোষণার পর প্রশাসনের তরফেও পরে জারি করা হয় বিজ্ঞপ্তি৷ পার্টি অফিস থেকে তৃণমূল যে প্রশাসন নিয়ন্ত্রণ করে, তা আজ ফের প্রমাণিত হল বলে জানিয়েছেন বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার৷ তৃণমূল নেতাদের থেকে আর কি আশা করা যায়, প্রতিক্রিয়া জানিয়েছেন বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 3 =