‘শুনলাম উপাচার্যকে বাড়িতে বেঁধে রাখে’! ফের বিদ্যুৎকে ‘পাগল’ খোঁচা অনুব্রতর

‘শুনলাম উপাচার্যকে বাড়িতে বেঁধে রাখে’! ফের বিদ্যুৎকে ‘পাগল’ খোঁচা অনুব্রতর

বোলপুর:  বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে নিয়ে এর আগেও বহু তীর্যক মন্তব্য করেছেন তিনি৷ আরও একবার তাঁকে ‘পাগল’ বলে উল্লেখ করলেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল৷ শনিবার দুপুরে নিজের বাসভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, ‘উনি পাগল ভিসি৷ যে বিশ্বভারতীকে শেষ করতে চাইছে৷’ খোঁচা দিয়ে বলেন, ‘ওঁকে বাড়িতে শিকল দিয়ে বেঁধে রাখা হয়’৷ 

আরও পড়ুন- মমতার বিরুদ্ধে BJP-র প্রার্থী কে? কী বলছেন ভবানীপুরে ‘চড়’ খাওয়া রুদ্রনীল

বিশ্বভারতীর আন্দোলনে চারিদিকে শোরগোল পড়ে গিয়েছে৷ এরই মধ্যে শনিবার বিশ্বভারতীর ক্যাম্পাসে আন্দোলনকারীদের সমর্থনে মিছিল করে তৃণমূল ছাত্র পরিষদ৷ উপাচার্যের পদত্যাগের দাবিও তোলে তাঁরা৷ এদিকে উপাচার্য প্রসঙ্গে তিনি বলেন, ‘‘বিশ্বভারতীর উপাচার্যকে ছাড়া হবে না৷ উনি খালি ঘরে বসে থাকবেন আর বড় বড় লেকচার দেবেন? লেকচার দেওয়ার দিন আর নেই৷’’ আদালতে মামলা দায়ের প্রসঙ্গে কেষ্ট বলেন, ‘উনি তো পাগল৷ শুনলাম ওঁর বাড়ির লোক নাকি ওঁকে শিকল দিয়ে বেঁধে রেখেছে৷ জানি না সত্যি না মিথ্যে৷’’ 

আরও পড়ুন- ফের ধাক্কা BJP-তে, এবার তৃণমূলে ঘরওয়াপাসি কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায়ের

শনিবার উপাচার্যের পদত্যাগের পাশাপাশি তিন বহিষ্কৃত পড়ুয়াকে অবিলম্বে ফিরিয়ে আনার দাবিও জানায় তৃণমূল ছাত্র পরিষদ৷ আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেওয়া হয়৷ এদিন বিশ্বভারতীয় আন্দোলন নিয়ে কিছুটা সুর নরম করেন দিলীপ ঘোষও৷ তিনি বলেন, সবার বিক্ষোভ দেখানোর অধিকার আছে৷ তবে উপাচার্যকে খাবার না দিয়ে, চিকিৎসা করার সুযোগ না দিয়ে যে আমন্দোলন হচ্ছিল, তা ঠিক নয়৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 − one =