তোলাবাজের তাণ্ডব! সবজি বাজারে ঢুকে ছুরিকাঘাত ব্যবসায়ীকে

তোলাবাজের তাণ্ডব! সবজি বাজারে ঢুকে ছুরিকাঘাত ব্যবসায়ীকে

নিজস্ব সংবাদাদাতা, সিউড়ি: সবজি বাজারে সশস্ত্র হামলার অভিযোগ উঠল এক তোলাবাজ নেশাড়ু বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে শনিবার বীরভূমের সিউড়ি শহরে কোট বাজার এলাকায়। অভিযুক্ত ওই ব্যক্তি সবজি বাজারের ব্যবসায়ী সমিতির সম্পাদক সহ আরও এক ব্যক্তিকে ছুড়ি নিয়ে আক্রমণ করে। আক্রান্ত দুইজনকে উদ্ধার করে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসা করা হয়। 

ব্যবসায়ীদের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সিউড়ি থানার পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে হামলার ঘটনায় ধৃত ব্যক্তি হলেন নজরুল হক ওরফে দীপক। এদিন অভিযুক্ত ব্যক্তি প্রথমে ওই সবজি বাজারের সম্পাদক গৌড় দে কে ছুড়ি নিয়ে আক্রমণ করে। তার গালে ছুড়ির কোপ মারে। ঘটনাস্থল থেকে কিছুটা দূরে গিয়ে নজরুল, দুলাল শেখ নামে এক মুরগি ব্যবসায়ীর দোকানে গিয়ে হামলা করে। দোকানের ক্যাশ বাক্স থেকে টাকা লুট করে। তাকে বাধা দিতে গেলে জখম হন ওই মুরগির দোকানের এক কর্মচারী। এরপরই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিযুক্ত। 

এরপরই থানায় খবর দেন বাজারের বাকী ব্যবসায়ীরা৷ ঘটনার প্রায় সঙ্গে সঙ্গেই নজরুলকে গ্রেপ্তার করে সিউড়ি থানার পুলিশ। তার বিরুদ্ধে নিয়মিত তোলাবাজি করার অভিযোগ রয়েছে। এমনকি এর আগেও নেশার জন্য তোলার টাকা না পেয়ে অনেকবারই মারধর করেছে ওই ব্যক্তি, এমনই দাবি এলাকার ব্যবসায়ীদের। আক্রান্ত ব্যবসায়ী দুলাল শেখ বলেন,” আমাদের কাছে নিয়মিত হুমকি দিয়ে ভয় দেখিয়ে নেশার জন্য টাকা আদায় করতে আসত নজরুল। এর আগেও অনেকবার অনেক ব্যবসায়ীকে মারধর করেছে ওই ব্যক্তি। এদিন আমার দোকানের ক্যাশ বাক্স থেকে টাকা লুটপাট করে এবং আমার এক কর্মচারী তাকে বাধা দিতে গেলে তাকেও ধারালো নিয়ে হামলা করে। আমরা চায়  অভিযুক্ত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তি হোক” সিউড়ি থানার আইসি সন্দীপ চট্টরাজ বলেন,” অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে আগামী রবিবার তাকে আদালতে তোলা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight + 12 =