কলকাতা: লোকসভা নির্বাচনের আগে বাংলার বুকে তৈরি হল নতুন রাজনৈতিক দল ‘সর্বভারতীয় লেবার পার্টি’৷ মঙ্গলবার কলকাতায় এক সাংবাদিক বৈঠক করে ‘সর্বভারতীয় লেবার পার্টি’র তরফে জানানো হয়েছে, ‘মদ, জুয়া, ঘুষ, কালোবাজারি মুক্ত দেশ’ প্রভৃতির দাবিতে তাঁরা আন্দোলন করবেন৷
নয়া দলের সর্বভারতীয় সভাপতি তাবারক হোসেন মঙ্গলবার কলকাতা প্রেস ক্লাবে বলেন, “আমি নিজে এতকাল তৃণমূল কংগ্রেস সমর্থক ছিলাম৷ মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সৎ হতে পারেন৷ কিন্তু তাঁর দল দুর্নীতিতে ভরা৷ রাজ্যে এই সরকারের আমলে জঙ্গলমহলে অশান্তি, নারীর সুরক্ষা নেই৷ বেকারদের কাজ নেই৷ তৃণমূল সরকারের আমলে গরিবদের উন্নতি বা শিক্ষার প্রসার কোনওটা হয়নি৷ তাই আমরা বেরিয়ে এসে দল গড়েছি৷”
দলের সাধারণ সম্পাদক সুমিত বন্দ্যোপাধ্যায় এ দিন বলেন, “জাতীয় দলের স্বীকৃতি পেতে আইন মেনে যা যা করা দরকার, আমরা তাই করছি৷ ভোটে প্রতীকচিহ্ন হিসাবে ছাতা দেওয়ার আবেদন করেছি৷ আগামী লোকসভা ভোটে পশ্চিমবঙ্গ, অসম ও ঝাড়খন্ডে নিজেরাই প্রার্থী দেব৷ ২০২১-এর বিধানসভা ভোটে এই রাজ্যে ২৪২টি আসনেই আমরা প্রার্থী দেব৷’’ তাবারক বলেন, ‘‘নতুন দল তৈরির জন্য আমরা গত ২২ মার্চ দিল্লিতে নির্বাচন কমিশনের কাছে আবেদন করি৷ সব কিছু খতিয়ে দেখে কমিশন গত ২ জানুয়ারি আমাদের চূড়ান্ত অনুমোদন দিয়েছে৷’’