১ দিনে জোড়া করোনা আক্রান্তের হদিশ বাংলায়! আরও বাড়ল সংখ্যা

১ দিনে জোড়া করোনা আক্রান্তের হদিশ বাংলায়! আরও বাড়ল সংখ্যা

 

কলকাতা: রাজ্যে একই দিনে জোড়া করোনা আক্রান্তের হদিশ৷ এবার করোনা আক্রান্তের সন্ধান মিলল দমদমের বাসিন্দার প্রৌঢ়ের দেহে৷ এসএসকেএমের রিপোর্ট যাচাই করা হয়েছে বেলেঘাটা নাইসেড৷ নাইসেডেও পরীক্ষা রিপোর্ট ‘পজিটিভ’ এসেছে বলে সূত্রের খবর৷ আক্রান্ত রোগীর বিদেশে যাওয়ার কোনও রেকর্ড নেই৷ সপ্তাহখানিক আগেই আমরি হাসপাতালে ভর্তি ছিলেন ওই বৃদ্ধ৷ এর আগে বিদেশ ফেরত দুই যুবক ও এক যুবতীর দেহে করোনা ধরে পড়ে৷ এবার বিদেশ ভ্রমণের ইতিহাস না থাকা রোগীর রিপোর্ট ঘিরে চিকিৎসকরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন৷ যদিও এই খবরে সরকারি ভাবে কিছুই জানা যায়নি৷

সল্টলেকের আমরি হাসপাতাল সূত্রে খবর, গত ১৩ মার্চ সর্দি, কাশি, জ্বর নিয়ে ভর্তি হয়েছিলেন দমদমের ৫৭ বছরের এক বাসিন্দা পৌঢ়৷শুকনো কাশি নিয়ে তিনি ছিলেন চিকিৎসাধীন৷ তারপর থেকে তাঁর শারীরিক অবস্থা ক্রমাগত অবনতি হতে থাকে৷ এই মুহূর্তে তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছে৷ পরে চিকিৎসকরা তাঁর নমুনা সংগ্রহ করা প্রথম এসএসকেএম হাসপাতালে পাঠান৷ এসএসকেএম হাসপাতালে তথ্য যাচাই করার জন্য নাইসেডে তা পাঠানো হয়৷ সেখানে নমুনা পজেটিভ ধরা পড়েছে বলে সূত্রের খবর৷

চিকিৎসকরা জানিয়েছেন, ওই রোগীর বিদেশ যাওয়ার কোনও রেকর্ড নেই৷ বিদেশ যাওয়ার বিষয়ে কোনও তথ্য দিতে পারেননি রোগীর পরিবারের সদস্যরা৷ বাড়ির লোকের সঙ্গে চিকিৎসকরা গতকাল থেকেই লাগাতার কথা বলছেন৷ পরীক্ষা রিপোর্ট নিয়ে প্রথমে ধোঁয়াশা তৈরি হওয়ার পর তা পাঠানো হয় নাইসেডে৷ কিন্তু, বিদেশ ভ্রমণের ইতিহাস না থাকা রোগীর রিপোর্ট ঘিরে চিকিৎসকরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন৷  এই মুহূর্তে ওই রোগীর অবস্থা সংকটজনক বলে খবর৷ রাখা হয়েছে ভেন্টিলেশনে৷ যদিও বিষয়ে সরকারি ভাবে কোনও তথ্য দেওয়া হয়নি৷

আজ সকালে বিদেশ ফেরত হাবড়ার এক তরুণীর শরীরে করোনা ধরা পড়েছে৷ আপাতত তাঁকে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ কলকাতার পর এই প্রথম উত্তর ২৪ পরগনা জেলায় স্কটল্যান্ড ফেরত বাঙালি তরুণীর শরীরে মিলেছে করোনা৷ এই নিয়ে বাংলায় তিন জনের দেহে পাওয়া গিয়েছে করোনা৷ তিন জনের মধ্যে দুই যুবক বিলেত ফেরত৷ তৃতীয় তরুণী স্কটল্যান্ড ফেরত৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 − ten =