অনুব্রত-কন্যার নামে পঞ্চম লটারির হদিস, পুরস্কারের মূল্য ৫০ লক্ষ টাকা, দাবি সিবিআই-এর

অনুব্রত-কন্যার নামে পঞ্চম লটারির হদিস, পুরস্কারের মূল্য ৫০ লক্ষ টাকা, দাবি সিবিআই-এর

কলকাতা: একের পর এক লটারি৷ চারটি লটারির পুরস্কারের হদিশ মিলেছিল আগেই৷ এবার মিলল পঞ্চম লটারির খোঁজ৷ গরু পাচার মামলায় ধৃত অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডলের নামে পঞ্চম লটারির হদিস মিলেছে বলে দাবি সিবিআই-এর। সুকন্যার নামে ৫০ লক্ষ টাকার একটি নতুন লটারির সন্ধান পাওয়া গিয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। গরু পাচার মামলার তদন্তে নেমে সিবিআই যে লটারি-যোগের তথ্য খুঁজে পেয়েছে, সে কথা আগেই জানানো হয়েছিল৷ এবার দাবি সত্যি করেই, মিলল আরও এক লটারির খোঁজ৷ 

আরও পড়ুন- আজও মৃত্যুহীন বঙ্গ, পজিটিভিটি কমে গেল আরও কিছুটা

সিবিআই-এর দাবি, চলতি বছরেই লটারির পুরস্কারের অর্থমূল্য বাবদ বিপুল অঙ্কের টাকা তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল এবং তাঁর মেয়ে সুকন্যা মণ্ডলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেছে। দু’জনের দু’টি ব্যাঙ্ক অ্যাকাউন্টে লটারির পুরস্কার বাবদ মোট ৫১ লক্ষ টাকা ঢুকেছে৷ এ ছাড়া, বছর তিনেক আগেও লটারিতে ১০ লক্ষ টাকা জিতেছিলেন অনুব্রত। বার বার কি বরাত জোড়েই লটারি জিতেছেন তিনি? নাকি অন্য কোনও রহস্য? খতিয়ে দেখছে সিবিআই। তদন্তকারীদের দাবি, ২০ জানুয়ারি ৫০ লক্ষ টাকার লটারি জিতেছিলেন সুকন্যা। এবং তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য সে কথাই বলছে৷

প্রসঙ্গত, জানুয়ারি মাসে প্রথম কেষ্টর লটারি জেতার বিষয়টি নজরে আসে। রাজ্যের এক জনপ্রিয় লটারি সংস্থার ওয়েবসাইটে ১ কোটি টাকার লটারি বিজেতা হিসেবে অনুব্রতের নাম ও ছবি প্রকাশ্যে আসে। অনুব্রত নিজের মুখে সে কথা কখনওই স্বীকার করেননি।