দেবাঞ্জনের রেশ কাটার আগে ফের পুলিশের জালে ভুয়ো অফিসার, উদ্ধার নীলবাতির গাড়ি

দেবাঞ্জনের রেশ কাটার আগে ফের পুলিশের জালে ভুয়ো অফিসার, উদ্ধার নীলবাতির গাড়ি

কলকাতা: কসবা ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে উত্তাল রাজ্য। ভুয়ো আইএএস পরিচয়ে দেবাঞ্জন দেবের কীর্তিতে স্তম্ভিত গোটা দেশ৷ এই উত্তেজনার রেশ কাটার আগেই শহরে গ্রেফতার আরও এক ভুয়ো আধিকারিক৷ গতকাল রাতে থিয়েটার রোড এলাকা থেকে ওই ভুয়ো অফিসারকে গ্রেফতার করে বেনিয়াপুকুর থানার পুলিশ। উদ্ধার নীল বাতি লাগানো বিলাসবহুল গাড়ি৷ ধৃতের নাম আসিফুল হক৷ তিনি পার্ক স্ট্রিট থানা এলাকার কলিন্স স্ট্রিটের বাসিন্দা বলে জানা গিয়েছে৷ আজই তাঁকে আদালতে তোলা হবে৷ 

ধৃত আসিফুল হল নিজেকে সেন্ট্রাল ভিজিল্যান্স অফিার বলে পরিচয় দিতেন৷ দেবাঞ্জনের মতোই তাঁর গাড়িতেও লাগানো ছিল সরকারি স্টিকার, নীলবাতি৷ ওই গাড়ি নিয়েই ঘুরতেন তিনি৷ মঙ্গলবার রাতে বেনিয়াপুকুর এলাকায় চলছিল নাকা চেকিং৷ সেই সময় বেনিয়াপুকুরের দিকে যাচ্ছিল আসিফুলের গাড়ি৷ সন্দেহ হওয়ার ওই গাড়িটি দাঁড় করান কর্তব্যরত ট্রাফিক পুলিশ৷ কালো কাঁচ লাগানো গাড়ির ভিতর বসে থাকা যুবককে জিজ্ঞাসাবাদ করতে শুরু করেন৷ পুলিশের কাছে নিজেকে প্রথমে সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশনের আধিকারিক বলেই পরিচয় দেয় আসিফুল৷ কিন্তু কিছুক্ষণের মধ্যেই বয়ান বদলে নিজেকে নারকোটিক সেলের আধিকারিক বলে উল্লেখ করেন৷ যার ফলে পুলিশের সন্দেহ আরও দৃঢ় হয়৷ অন্যদিকে নিজের দাবি অনুযায়ী কোনও আইকার্ডই দেখাতে পারেননি আসিফুল৷ এর পরেই বেনিয়াপুকুর থানায় খবর দেওয়া হয়৷ তাঁকে গ্রেফকার করে পুলিশ৷ ওই যুবক প্রতারণা চক্রের সঙ্গে যুক্ত কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে৷ 

কসবা কাণ্ডে তোলপাড় রাজ্য৷ প্রতি মুহূর্তে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য৷ জানা যাচ্ছে, শুধু ভুয়ো ভ্যাকসিন কাণ্ডই নয়, বিপুল পরিমাণ আর্থিক জালিয়াতিতে জড়িয়ে দেবাঞ্জন৷ যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা৷ এরই মধ্যে ধরা পড়ল আরও এক ভুয়ো অফিসার৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *