কলকাতা: কলকাতা এবং হাওড়ার পুরসভা নির্বাচন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা চলছে কিন্তু তারই মাঝে শুধুমাত্র কলকাতার নির্বাচন নিয়ে ঘোষণা করে দিয়েছে কমিশন। চলতি মাসের ১৯ তারিখ রয়েছে কলকাতায় ভোট। কিন্তু এখন সেই নির্বাচন নিয়েও বিভ্রান্তি সৃষ্টি হল কারণ ইতিমধ্যে নির্বাচন স্থগিত করার আবেদন জানানো হয়েছে। এই প্রেক্ষিতে কলকাতা হাইকোর্ট কী নির্দেশ দেয় এখন তার দিকে তাকিয়ে থাকতে হবে।
কলকাতা পুরসভা মামলায় আইনজীবীর সব্যসাচী চট্টোপাধ্যায় আদালতে আবেদন জানান যাতে অবিলম্বে নির্বাচন স্থগিত করা হয়। তিনি জানিয়েছেন যে, মামলা বিচারাধীন অবস্থায় আছে তা সত্বেও রাজ্য নির্বাচন কমিশন বিজ্ঞপ্তি প্রকাশ করে দিয়েছে। এই প্রক্ষিতেই নির্বাচন স্থগিত করার আবেদন জানান তিনি। এদিকে বিজেপি পক্ষের আইনজীবী পিঙ্কি আনন্দ আদালতে জানান, রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছিল যে তাদের পরিকাঠামো নেই একসঙ্গে নির্বাচন করার। কিন্তু আদালতের পরামর্শ ছাড়াই কমিশন কলকাতার নির্বাচনের দিন ঘোষণা করে দিয়েছে যা আদালত অবমাননার সামিল। এই প্রেক্ষিতে নির্বাচন কমিশন যে বিজ্ঞপ্তি জারি করেছে পুরসভার ভোট নিয়ে তা খারিজ করার আবেদন জানিয়েছেন তিনি।
নির্বাচন কমিশন বিজ্ঞপ্তি প্রকাশ করার পর ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দল তাদের প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে। এদিকে এও জানা গিয়েছে যে আগামী বছরের শুরুর দিকেই হয়তো বাকি পুরসভার নির্বাচন হয়ে যাবে। এক্ষেত্রে এপ্রিল মাস অব্দি সময় দেওয়া হয়েছে। কিন্তু এখন ফের একবার নির্বাচন স্থগিত করার আবেদন জানানো হয়েছে তাই ডিসেম্বরের কলকাতা নির্বাচন নিয়ে জটিলতা সৃষ্টি হয়েছে কিছুটা। তবে অনেকেই মনে করছেন এই বিষয়ে আদালত কড়া পদক্ষেপ নেবে না কারণ যদি আদালত অবমাননার ব্যাপার থাকতো তাহলে এতদিনে হয়তো কিছু নির্দেশ চলে আসতো।