কলকাতা: সোনারপুরের পর বালুরঘাট। আরও এক তৃণমূল কাউন্সিলরের নাম জড়াল নিয়োগ কেলেঙ্কারিতে। ‘ভুয়ো’ শিক্ষকের তালিকায় নাম জড়িয়েছে বালুরঘাটের ২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের। এসএসসি যে ৯৫২ জন ‘ভুয়ো’ শিক্ষকের তালিকা প্রকাশ করেছিল তাতেই নাম আছে তাঁর। জানা গিয়েছে, এই তালিকার ৪১৭ নম্বরে নাম রয়েছে কাউন্সিলর দীপান্বিতা দেব সিংহের। তবে শুধু নাম থাকা নয়। তাঁর বিরুদ্ধে চাকরি চুরির পোস্টার পর্যন্ত পড়েছে বালুরঘাটের তাঁর ওয়ার্ডে।
আরও পড়ুন- দুর্নীতি বরদাস্ত নয়, অবৈধ চাকরিপ্রার্থীদের ইস্তফা দেওয়ার সময় বেঁধে দিল হাইকোর্ট
আগেই এই তালিকায় নাম মিলেছিল সোনারপুর-রাজপুর পুরসভার তৃণমূল কাউন্সিলর কুহেলি ঘোষের। তালিকার ৪৭৪ নম্বরে নাম রয়েছে তাঁর। শেষ পুরভোটে তিনি ১৮ নম্বর ওয়ার্ড থেকে জয়ী হন। তাঁর পর এবার বালুরঘাটের এই কাউন্সিলরের নাম জড়ানো নিয়ে যে শাসক দল আরও চাপে পড়ে গেল তা বলার অপেক্ষা রাখে না। কিছুদিন আগেই কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে এই ৯৫২ জনের তালিকা প্রকাশ করেছিল এসএসসি। এই খবর প্রকাশ্যে আসার পর থেকে সোনারপুরের কাউন্সিলরের সঙ্গে যোগাযোগ করা যায়নি। এদিকে বালুরঘাটের কাউন্সিলরের বাড়িও তালা বন্ধ বলে জানা গিয়েছে।