পুরকর্মীদের পুজোর ছুটি বাতিলের ঘোষণা

হওড়া: পুজোর সময় হাওড়া পুরসভার আধিকারিক ও কর্মীদের ছুটি বাতিল করা হল৷ নির্বিঘ্নে পুজো উৎসব কাটানোর লক্ষ্যে পুজোর দিনগুলিতে আধিকারিকরা দপ্তরে উপস্থিত থাকবেন৷ বিভিন্ন দপ্তরের কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে বলে খবর৷ বাংলার সেরা উৎসব দুর্গাপুজো৷ বহু মানুষ হাওড়ায় ঠাকুর দেখতে যান৷ হাওড়ার পুরনিগমের প্রশাসনিক প্রশাসক তথা কমিশনার বিজিন কৃষ্ণা বলেন, হাওড়া পুরনিগমের কর্মীদের ২

পুরকর্মীদের পুজোর ছুটি বাতিলের ঘোষণা

হওড়া: পুজোর সময় হাওড়া পুরসভার আধিকারিক ও কর্মীদের ছুটি বাতিল করা হল৷ নির্বিঘ্নে পুজো উৎসব কাটানোর লক্ষ্যে পুজোর দিনগুলিতে আধিকারিকরা দপ্তরে উপস্থিত থাকবেন৷ বিভিন্ন দপ্তরের কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে বলে খবর৷

বাংলার সেরা উৎসব দুর্গাপুজো৷ বহু মানুষ হাওড়ায় ঠাকুর দেখতে যান৷ হাওড়ার পুরনিগমের প্রশাসনিক প্রশাসক তথা কমিশনার বিজিন কৃষ্ণা বলেন, হাওড়া পুরনিগমের কর্মীদের ২ অক্টোবর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত সরকারিভাবে কর্মীদের ছুটি৷ ওই সময় বহু মানুষ রাস্তায় নামেন৷ প্রতিমা দর্শন করেন৷ ওই সময় দর্শনার্থীরা যাতে সুষ্ঠুভাবে প্রতিমা দর্শন করতে পারেন তার জন্য হাওড়ার আধিকারিক ও আপৎকালীন কাজে যুক্ত কর্মীদের ছুটি বাতিল করা হচ্ছে৷ পুজোর দিনগুলিতে পুরসভার সব বোরো অফিস, সদর দপ্তরসহ একাধিক দপ্তর খোলা থাকবে৷ বিল্ডিং, সাফাই, নিকাশি বিভাগ খোলা রাখা হবে৷ পুজোর দিনগুলিতে দুপুর ১২টা থেকে ৩টে পর্যন্ত আধিকারিকরা তাঁদের দপ্তরে উপস্থিত থাকবেন৷ ওই সময় থাকবেন বিভিন্ন দপ্তরের কর্মীরা৷

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, পুজোর সময় বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ তিনি জানিয়েছেন, হাওড়া পুরসভার বিভিন্ন এলাকায় রয়েছে বিভিন্ন পাম্পিং স্টেশন৷ এছাড়াও রয়েছে ৪৪টি ছোট পাম্প৷ পুজোর দিনগুলিতে বৃষ্টির সম্ভাবনা থাকায় পাম্প স্টেশনগুলি সচল রাখার নির্দেশ দেওয়া হয়েছে৷ এর জন্য কর্মীদের থাকতেও জানানো হয়েছে৷ পুরসভার তরফের এই দিনগুলি রাস্তাঘাট জাতের পরিষ্কার থাকে তার জন্য সাফাই কর্মীদের অন্যদিনের মতো এদিনও কাজ চালিয়ে যেতে নির্দেশ দেওয়া হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *