আগামী ৪৮ দিন হাওড়া শাখায় একাধিক লোকাল ট্রেন বাতিলের ঘোষণা

হওড়া: রিভার্সেবল লাইনে রক্ষণাবেক্ষণের কাজের জন্য হাওড়া শখায় বাতিল হচ্ছে একাধিক ট্রেন৷ পূর্ব রেলের হাওড়া বিভাগের ভদ্রেশ্বর ও ব্যান্ডেল স্টেশনের মধ্যে এই কাজ হওয়ার কথা৷ পূর্ব রেল জানিয়েছে, এই কাজের জন্য ২৪০ মিনিট করে প্রতি রাতে ট্রাফিক ব্লক করা হবে৷ বুধবার রাত থেকে শুরু হয়েছে এই কাজ৷ টানা ৪৮দিন এই কাজ চলছে৷ আগামী ১৮ আগস্ট

আগামী ৪৮ দিন হাওড়া শাখায় একাধিক লোকাল ট্রেন বাতিলের ঘোষণা

হওড়া: রিভার্সেবল লাইনে রক্ষণাবেক্ষণের কাজের জন্য হাওড়া শখায় বাতিল হচ্ছে একাধিক ট্রেন৷ পূর্ব রেলের হাওড়া বিভাগের ভদ্রেশ্বর ও ব্যান্ডেল স্টেশনের মধ্যে এই কাজ হওয়ার কথা৷

পূর্ব রেল জানিয়েছে, এই কাজের জন্য ২৪০ মিনিট করে প্রতি রাতে ট্রাফিক ব্লক করা হবে৷ বুধবার রাত থেকে শুরু হয়েছে এই কাজ৷ টানা ৪৮দিন এই কাজ চলছে৷ আগামী ১৮ আগস্ট থেকে স্বাভাবিক হবে পরিষেবা৷ এই কাজের জেরে হাওড়া-ব্যান্ডেল-হাওড়া লোকাল বাতিল করার সিদ্ধান্ত হয়েছে৷ ট্রেন বাতিলের জেরে যাত্রীদের কিছুটা সমস্যা হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে৷ তবে রেলের বক্তব্য, লাইনে কাজের জন্য ব্লক করাটা জরুরি ছিল৷ কাজ শেষ হলে তার সুফল পাবেন যাত্রীরাই৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 + 4 =