‘ডাকলে অবশ্যই যাব’, এবার কি রাজনীতির ময়দানে অঙ্কুশ? জোর গুঞ্জন

‘ডাকলে অবশ্যই যাব’, এবার কি রাজনীতির ময়দানে অঙ্কুশ? জোর গুঞ্জন

 

নিজস্ব সংবাদদাতা, হাওড়া: সম্প্রতি তৃণমূলে যোগ দিয়েছেন টলিউডের এক ঝাঁক তারকা৷ তাদের মধ্যে কেউ সিনেমা বা কেউ টেলিভিশনে সুখ্যাতি অর্জন করেছেন৷ আবার রুদ্রনীল ও কৌশিক রায়ের মতো অনেকে গেছেন বিজেপিতেও৷ এবার নির্বাচনের মুখে রাজনীতিতে পা রাখতে চলেছেন রূপোলী পর্দার অঙ্কুশও৷ মঙ্গলবার হাওড়ায় নিজের নতুন ছবির প্রচারে এসেছিলেন অঙ্কুশ ও তাঁর বিশেষ বান্ধবী ঐন্দ্রিলা৷ সেখানেই নিজের রাজনৈতিক কেরিয়ার নিয়ে মুখে খুললেন তিনি৷ 

মঙ্গলবার সন্ধ্যায় ‘ম্যাজিক’ ছবির প্রচারে হাওড়ার রিভারসাইড আভানি মলে আসেন অঙ্কুশ-ঐন্দ্রিলা৷ সেখানে ছবির প্রোমোশনের পাশাপাশি বর্তমানে রাজ্যের রাজনৈতিক অবস্থা নিয়ে কথা বললেন তিনি৷ জানালেন এই মূহুর্তে রাজনীতিতে আসার ইচ্ছে নেই তাঁর৷ তবে সঙ্গে এও জানালেন যেই ক্ষমতায় আসুক না কেন শান্তি যাতে বজায় থাকে৷ 

এদিন অভিনেতা তথা বিজেপি নেতা রুদ্রনীলকে নিয়েও মুখ খোলেন অঙ্কুশ৷ বলেন, রুদ্রনীল তাকে ডাকলে অবশ্যই তাঁর হয়ে প্রচার করবেন তিনি৷ কারণ রুদ্রনীল তাঁর খুবই কাছের মানুষ৷ এই প্রথম বড় পর্দায় দেখা যাবে রিয়েল লাইফ জুটি অঙ্কুশ-ঐন্দ্রিলা৷ রিয়েল লাইফ থেকে সোজা রিল লাইফে৷ ‘ম্যাজিক’এর সাফল্য নিয়ে খুবই আশাবাদী তারা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 2 =