লক্ষ্মীপুজোয় সব্যসাচী দত্তর বাড়িতে অঞ্জনা বসু! তুঙ্গে BJP নেত্রীর দল বদলের জল্পনা

লক্ষ্মীপুজোয় সব্যসাচী দত্তর বাড়িতে অঞ্জনা বসু! তুঙ্গে BJP নেত্রীর দল বদলের জল্পনা

কলকাতা: রাজনৈতিক মহলে তিনি পরিচিত মুকুল সেনাপতি হিসাবে৷ এক সময় মুকুল রায়ের পথ অনুসরণ করেই তৃণমূল ছেড়ে বিজেপি’তে যোগ দিয়েছিলেন তিনি৷ কিন্তু বিধানসভা ভোটে বিধাননগর কেন্দ্রে তৃণমূলের সুজিত বসুর কাছে পরাজিত হন সব্যসাচী দত্ত৷ এর পর অবশ্য দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শপথ গ্রহণের দিন ঘরওয়াপাসি হয়েছে তাঁর৷ সব্যসাচীর ঘরে ফেরার কথা ঘোষণা করেছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়৷ ফলে তিনি ভিত পাকা করেই তৃণমূলে ফিরছেন বলে রাজনৈতিক বিশেষজ্ঞদের অভিমত৷ আর সেই সব্যসাচী দত্তের বাড়িতেই এবার দেখা গেল বিজেপি নেত্রী তথা অভিনেত্রী অঞ্জনা বসুকে৷ 

আরও পড়ুন- মহিষাদলে পুলিশ ও গ্রামবাসীদের খণ্ডযুদ্ধ, আটক এক মহিলা সহ তিনজন

বুধবার সব্যসাচী দত্তের সল্টলেকের বাড়িতে লক্ষ্মীপুজোয় যান অভিনেত্রী অঞ্জনা বসু। সদ্য তৃণমূলে ঘরওয়াপাসি করা নেতার বাড়িতে বিজেপি নেত্রীর উপস্থিতি নিয়ে শোরগোল পড়েছে রাজ্য রাজনীতিতে। তবে কি ফের ভাঙনের ইঙ্গিত? এবার কি গেরুয়া শিবির ছেড়ে তৃণমূলে যোগ দিবেন অঞ্জনা? প্রশ্ন উঠেছে৷ বিধানসভা নির্বাচনে বিজেপি’র তারকা প্রার্থী ছিলেন অঞ্জনা৷ সোনারপুর দক্ষিণ কেন্দ্র থেকে ভোটে দাঁড়িয়েছিলেন তিনি৷ কিন্তু ওই কেন্দ্রে তৃণমূলের তারকা প্রার্থী অভিনেত্রী লাভলি মৈত্রর কাছে পরাজিত হন অঞ্জনা। তারপর থেকে অবশ্য বিজেপি-র কোনও অনুষ্ঠানেই বিশেষ দেখা যায়নি তাঁকে।

রাজনৈতিক নীরবতার পর হঠাৎই সব্যসাচী দত্তের বাড়িতে অঞ্জনা বসুর উপস্থিতি নিশ্চিত ভাবেই অর্থবহ। তবে অঞ্জনা বসু তৃণমূলে যোগ দেবেন কিনা, সে বিষয়ে তিনি বা সব্যসাচী দত্ত কেউই মুখ খোলেননি। তবে, তাঁকে ঘিকে জল্পনার পারদ চড়ছে৷ বিধানসভা ভোটের আগে টলিউডের একঝাঁক মুখকে দেখা গিয়েছিল গেরুয়া ছাতার তলায়৷ তাঁদের মধ্যে ছিলেন যশ, শ্রাবন্তী, পার্নো মিত্র, পায়েল সরকার, অঞ্জনা বসুর মতো মুথ৷ তাঁদের সকলকেই টিকিট দিয়েছিল গেরুয়া শিবির। কিন্তু কোনও তারকাই জিততে পারেননি। আর ভোটের ফল প্রকাশের পর থেকেই ভাঙন ধরেছে বিজেপি’তে৷ দল প্রায় তারকা-হীন৷ ইতিমধ্যেই দল ছেড়েছেন সুমন বন্দ্যোপাধ্যায়৷ এরই মধ্যে সব্যসাচী দত্তের বাড়িতে অঞ্জনার উপস্থিতি নতুন করে জল্পনা উস্কে দিয়েছে৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two + two =