নতুন দলের ঘোষণা অনীত থাপার! ভেঙে গেল গোর্খা জনমুক্তি মোর্চা

নতুন দলের ঘোষণা অনীত থাপার! ভেঙে গেল গোর্খা জনমুক্তি মোর্চা

61b18f8e78e02652e2bc63abe7fe0d02

দার্জিলিং: দীর্ঘ দ্বন্দ্ব মিটিয়ে এক হয়েছিলেন বিমল গুরুং এবং বিনয় তামাং। কিন্তু তাতেও ভাঙন আটকানো গেল না গোর্খা জনমুক্তি মোর্চার। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে নিজের নতুন দলের ঘোষণা করে ফেললেন অনীত থাপা। তাঁর তৈরি নতুন দলের নাম, ‘ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা’ বা বিজিপিএম। গোটা পাহাড় জুড়ে এখন উত্তাপ এই সিদ্ধান্ত। অনীত থাপাকে স্বাগত জানিয়েছেন কার্শিয়াংয়ের বিজেপি বিধায়ক বিষ্ণু প্রসাদ শর্মা। অনীতের এই সিদ্ধান্তে একেবারে ভেঙে টুকরো টুকরো হয়ে গেল গোর্খা জনমুক্তি মোর্চা। 

আরও পড়ুন- পদ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে শুভেন্দু অধিকারীকে? বিস্ফোরক কুণাল

হিলকার্ট রোডে, জিমখানা ক্লাবে ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার অফিসে দলীয় পতাকা থেকে প্রতিষ্ঠাতার পরিচয় এবং লক্ষ্য নিয়ে দীর্ঘ আলোচনা এবং বৈঠক হয়েছে। বিজিপিএম বা প্রজাতান্ত্রিক মোর্চার পতাকার রং হলুদ, ধূসর, লাল। আর পতাকায় রয়েছে হিমালয় পর্বত, তিস্তার নীল জল, চা-পাতা আর অস্ত্র খুকরি। এখন এই নতুন দল নিয়ে উত্তেজনায় ফুটছে পাহাড়। এদিকে বিজেপি সাংসদের শুভেচ্ছা ইঙ্গিত দিচ্ছে যে পরবর্তী সময়ে গেরুয়া বাহিনীর সঙ্গেই হয়ত জোট করতে পারে অনীত থাপার দল। তবে আগামী দিন কী হবে তা বলবে সময়ই। সূত্রে খবর, বিজিপিএম এখানে মোট ৬০ জনের কেন্দ্রীয় কমিটি তৈরি হয়েছে। 

আরও পড়ুন- সারদা মামলায় শর্ত সাপেক্ষে জামিন মঞ্জুর কুণালের

সম্প্রতি চার বছর পর এক জায়গায় হয়েছিলেন বিমল গুরুং এবং বিনয় তামাং। ২০১৭ সালে পৃথক রাজ্য নিয়ে পাহাড়ের আন্দোলন, হিংসা, অশান্তির পর আবার এক হয়েছিলেন তাঁরা। তার আগে গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতি পদ থেকে ইস্তফা দেন বিনয় তামাং। ২০১৭-র অশান্তির পর পাহাড় ছাড়ে বিমল গুরুং, রোশন গিরিরা৷ তাঁর অবর্তমানে পাহাড়ের নেতা হিসেবে উত্থান হয় বিনয় তামাং ও অনীত থাপার। দীর্ঘ দিন অন্তরালে থাকার পর গত বছর পুজোর সময় প্রকাশ্যে আসেন গুরুং৷ দুর্গা পুজোর আগে তৃণমূলে নাম লিখিয়েছিলেন বিমল গুরুং, সেই নিয়ে বিতর্ক কম হয়নি। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *