ছাড়া পেয়েই ফের গ্রেফতার আনিসুর, কী বললেন শুভেন্দু-পার্থ?

ছাড়া পেয়েই ফের গ্রেফতার আনিসুর, কী বললেন শুভেন্দু-পার্থ?

কলকাতা:  পাঁশকুড়ায় তৃণমূল নেতা কুরবান আলি শাহ খুনের ঘটনায় আনিসুর রহমানের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের আবেদন জানিয়েছি হাইকোর্টে ধাক্কা খায় রাজ্য সরকার৷ আবেদন খারিজ হয়ে যায় কলকাতা হাইকোর্টে৷ সেই সঙ্গে নির্দেশ দেওয়া হয়, ইতিমধ্যে তাকে ছেড়ে দেওয়া হলে ফের গ্রেফতার করতে হবে৷ সেই নির্দেশের মেনেই মঙ্গলবার কোলাঘাট থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ৷ তমলুক জেল থেকে ছাড়া পাওয়ার আধ ঘণ্টার মধ্যেই গ্রেফতার করা হয় তাঁকে৷ 

আরও পড়ুন-  আনিসুর মামলায় তোলপাড় রাজনীতি, কে এই কীর্তিমান? কী বা তাঁর রাজনৈতিক পরিচয়?

আজ ফেরে গ্রেফতার হওয়ার আগে আনিসুর প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেছিলেন, আনিসুর  প্রমাণিত খুনি৷ তাঁকে রাজ্য সরকার রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে মুক্তি দিল৷ রাজ্য সরকারের তার রাজধর্ম থেকে অনেকটা সরে গেল৷ এমন ঘটনা আগেও ঘটেছে৷ জ্ঞানেশ্বরী হত্যকাণ্ডে কত নিরীহ মানুষ মারা গেল৷ অথচ সেই অভিযুক্ত ছত্রধর মাহাতোকে নিয়ে মুখ্যমন্ত্রী মিটিং করছেন৷ পুলিশের তরুণ এসআই অমিতাভ মালিককে যিনি খুন করলেন, সেই বিমল গুরুংকে কোলে বসিয়ে ঘুরছেন৷ বাংলার মানুষ এর থেকে পরিত্রাণ পাবেই, এটুকু বলতে পারি৷ 

কোলাঘাচ থেকে আনিসুরের গ্রেফতারের আগে তৃণমূলের মহাসবিচ পার্থ চট্টোপাধ্যায় বসেছিলেন, তাঁকে পরিকল্পিত ভাবে অভিযুক্ত করা হচ্ছে৷ তাঁর বিরুদ্ধে দোষারোপ আনা হচ্ছে৷ বিচার ব্যবস্থার প্রতি পূর্ণ আস্থা আছে৷ আমরা চাই দোষী ব্যক্তি শাস্তি পাক৷ নির্দোষ ব্যক্তিরা যেন সঠিক বিচার পায়৷ তাঁরা যেন শাস্তি না পায়৷  

আরও পড়ুন-  অনুব্রতর গড়ে শোভন-বৈশাখী, জোড়া রোড শো শোভন জুটির!

এদিন, আনিসুরের বিরুদ্ধে মামলা প্রত্যাহার নিয়ে হাইকোর্ট বলেন, কেন রাজ্য সরকারের তরফে এই ধরনের নির্দেশিকা জারি করা হল, তা স্পষ্ট করতে হবে৷ হাইকোর্ট জানায়, এই পরিস্থিতিতে আদালত চোখ বন্ধ করে থাকতে পারে না৷ রাজ্য মামলা প্রত্যাহার করতেই পারে৷ তবে তার জন্য নির্দিষ্ট কারণ থাকতে হবে৷ ইচ্ছে মতো এই ধরনের সিদ্ধান্ত নেওয়া যায় না৷ আগে জামিনের বিরোধিতা করেছিল রাজ্য৷ পরে হঠাৎ কেন মামলা প্রত্যাহারের আর্জি? তা স্পষ্ট করতে হবে৷  
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − one =