ছেলের দেহ কবর থেকে তোলা হোক, চান না বাবা, দ্বিতীয়বার ময়নাতদন্তে আপত্তি

ছেলের দেহ কবর থেকে তোলা হোক, চান না বাবা, দ্বিতীয়বার ময়নাতদন্তে আপত্তি

কলকাতা: আনিস খান মৃত্যুর ঘটনায় বারংবার নতুন মোড় আসছে। সিট তদন্তভার হাতে নেওয়ার পর জানা গিয়েছিল যে, আনিসের দেহ কবর থেকে তুলে দ্বিতীয়বার ময়নাতদন্ত করা হবে। কারণ ময়নাতদন্ত নিয়ে কারচুপির অভিযোগ ছিল তার পরিবারের। কিন্তু এখন এই ময়নাতদন্তে আপত্তি জানালেন আনিসের বাবা। তিনি চান না ছেলের দেহ কবর থেকে তুলে দ্বিতীয়বার ময়নাতদন্ত হোক। তবে এক্ষেত্রে শর্ত রেখেছেন তিনি। সিটকে তিনি জানিয়েছেন, আদালতের নির্দেশ ছাড়া ছেলের দেহের দ্বিতীয়বার ময়নাতদন্তে নারাজ।

আরও পড়ুন- রাজ্যে ফের বৃষ্টির ভ্রুকুটি! কত দিন থাকবে ঝঞ্ঝাট? জানাল হাওয়া অফিস

এদিন সকাল থেকেই আনিসের দেহ কবর থেকে তোলার তোড়জোড় শুরু করেছিল পুলিশ। সেই মতো পরিবারকে ইঙ্গিত দেওয়া হয়েছিল। কিন্তু এখন আনিসের বাবা এই ব্যাপারে আপত্তি জানিয়েছেন। তাই তাঁর আপত্তি অনুযায়ী আদালতের নির্দেশ না এলে আনিসের দেহের দ্বিতীয়বার ময়নাতদন্ত হবে না। সিটকে দিয়ে দ্বিতীয়বার ময়নাতদন্তে সায় নেই আনিসের পরিবারের। প্রথম থেকেই তারা রাজ্য পুলিশের ওপর ভরসা না করার কথা বলে আসছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর ভরসা থাকলেও তাঁর পুলিশের ওপর নেই বলে জানিয়েছে আনিসের পরিবার। এবার দ্বিতীয় ময়নাতদন্ত তারা সিটের তদারকি চায় না বলেই স্পষ্ট করে দিয়েছে।

গতকালই আমতা থানার তিন পুলিশ কর্মীকে সাসপেন্ড করা হয়েছিল এই ঘটনার প্রেক্ষিতে। তাই আনিস মামলায় পুলিশের যে একটা প্রত্যক্ষ অংশ ছিল তা কার্যত বোঝা যাচ্ছে। অন্যদিকে আবার হুমকির মুখে পড়তে হয়েছে খান পরিবারকে। সিবিআই তদন্ত ইস্যুতে আনিসের বাবা-দাদাকে ফোনে হুমকি দেওয়া হয়েছে বলে বিস্ফোরক অভিযোগ। সব মিলিয়ে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনার পারদ বাড়ছে। এদিকে আনিসের মোবাইল নিজেদের হেফাজতে চেয়ে তাঁর পরিবারকে নোটিস দেন তদন্তকারী অফিসাররা৷ নোটিস গ্রহণ করার আগে ১০ মিনিট সময় চেয়ে নেন তাঁরা৷ নিজেদের মধ্যে আলোচনার পর জানান, পুলিশের হাতে আনিসের মোবাইল তাঁরা তুলে দিতে রাজি নন৷ ফলে নোটিসে স্বাক্ষর করতেও অস্বীকার করেন আনিসের বাবা সালেম খান৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten + 2 =