‘চাকরি থাকল মাথায়, আগে দোষীরা শাস্তি পাক..’, নবান্নের প্রস্তাব ফেরালেন আনিসের বাবা

‘চাকরি থাকল মাথায়, আগে দোষীরা শাস্তি পাক..’, নবান্নের প্রস্তাব ফেরালেন আনিসের বাবা

কলকাতা: আনিস খান হত্যাকাণ্ডের তিন দিন পাড়৷ এখনও অধরা অভিযুক্ত৷ ইতিমধ্যেই এই ঘটনায় হস্তক্ষেপ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ নিরপেক্ষ তদন্তের আশ্বাস দিয়ে সিট গঠন করার নির্দেশ দিয়ছেন তিনি৷ পাশাপাশি তিনি যোগাযোগ করেন আনিস খানের পরিবারের সঙ্গেও৷ সোমবার নবান্নে ডেকে পাঠান তাঁদের৷ যদিও আনিসের বাবা জানিয়ে দেন তাঁরা নবান্নে যাবেন না, দিদিকে তাঁদের বাড়ি আসতে হবে৷ তবে এখানেই শেষ নয়, মুখ্যমন্ত্রীর দেওয়া চাকরির প্রস্তাবও ফিরিয়ে দেন তিনি৷ 

আরও পড়ুন- তিন পুলিশ কর্মীকে সাসপেন্ড! আনিস হত্যা মামলায় নতুন মোড়

এ প্রসঙ্গে আনিসের বাবা সালেম খান বলেন,  “চাকরি তোলা থাকল মাথায়। যেদিন ফয়সালা হবে, দোষীরা শাস্তি পাবে সেইদিন আপনার চাকরি নেব।” একই সঙ্গে তিনি জানান, প্রশাসনের উপর তাঁর আস্থা নেই৷ আস্থা রাখতেও পারবেন না। তবে দিদি এলে তাঁদের ভালো হয়৷ এরপরেই আজ সকালে মুখ্যমন্ত্রীর দূত হয়ে আনিসের বাড়িতে পৌঁছান রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী পুলক রায়। তবে সেখানে যেতেই তাঁকে এলাকাবাসীর বিক্ষোভের মুখে পড়তে হয়। তাঁদের একটাই দাবি, হত্যাকারীকে ধরে উপযুক্ত শাস্তি দিতে হবে।

এই বিষয়ে পঞ্চায়েতমন্ত্রী বলেন, “অত্যন্ত মর্মান্তিক ঘটনা৷ আমরা আনিস খানের পরিবারের পাশে আছি। মুখ্যমন্ত্রী ওঁদের পরিবারের পাশে রয়েছেন। মুখ্যমন্ত্রী সময় দিয়েছেন। উনি পরিবারের সঙ্গে দেখা করতে চেয়েছেন।” উল্লেখ্য, সোমবার নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা জানান, আনিস খানের মৃত্য রহস্য উদঘাটনে সরকার নিরপেক্ষ তদন্ত করবে। তিনি বলেন, ‘‘আমি অলরেডি কথা বলেছি। ডিজির সঙ্গে আমার কথা হয়েছে। তারা ফরেনসিক রিপোর্টের ব্যবস্থা করেছে। ঘটনাটা দুর্ভাগ্যজনক। কোনও মৃত্যুই আমাদের কাছে কাম্য নয়। ঘটনার তদন্তে সিট গঠন করা হবে৷”