Aajbikel

রাত জেগে পুজো পরিক্রমার পরিকল্পনা? বাড়ির পোষ্যদের কী করবেন?

 | 
পুজোয় সারমেয়

কলকাতা: আজ মহা ষষ্ঠী৷ মায়ের বোধন হয়ে গিয়েছে৷ তবে কলকাতায় রাস্তায় মানুষের ঢল নেমেছে সেই প্রথমা থেকে৷ রাত জেগে শুরু হয়েছে ঠাকুর দেখা৷ অনেকে আবার ঠাকুর  দেখার পরিকল্পনা করছেন৷ কিন্তু সবাই মিলে ঠাকুর দেখতে গেলে বাড়ির পোষ্যটির কী হবে? তাকে দেখবে কে? আবার পোষ্যকে বাড়িতে একা ফেলে যাওয়াটাও বেশ ঝুঁকির। আবার সঙ্গে করে ঠাকুর দেখতে নিয়ে গেলও বিপদ৷ 

বাড়ির পোষা কুকুর রাখার জন্যে কলকাতা এবং তার আশপাশে হাতেগোনা কয়েকটা ডগ ক্রেশ রয়েছে বটে, তবে পুজোর সময়ে সেখানে জায়গা পাওয়া মুশকিল৷ তাছাড়া কুকুরদের জন্য জায়গা থাকলেও, অন্যান্য পশুদের জন্য তাও নেই৷ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ, কলকাতার অ্যাসোসিয়েট প্রফেসর অনিন্দিতা ভদ্রের কথায়,  ‘ক্রেশে কুকুর রেখে এলে তাদের উপরেও চাপ বাড়ে৷ বিদেশে এ নিয়ে বেশ কিছু গবেষণা হয়েছে৷ সে জন্যে সবার আগে ক্রেশের কেয়ারিং সিস্টেমটা দেখা নেওয়া উচিত।’ এখন প্রশ্ন হল ক্রেশে না পাঠিয়ে বাড়িতে পোষ্যকে রেখে যেতে চাইলে কী করবে?

বাড়িতে পোষ্যদের রেখে যেতে হলে বেশ কিছু ব্যস্থ করতে হবে-
•    পর্যাপ্ত শুকনো খাবার ও জল রাখুন
•    হালকা মিউজিক চালিয়ে রেখে যান
•    তেমন হলে টিভিও চালিয়ে রাখতে পারেন
•    পোষ্যর জন্য কিছু খেলনা রেখে দিন
•    পরিচিত এবং নির্ভরযোগ্য কোনও ব্যক্তির উপরেও দায়িত্ব দিতে পারেন
•    ঘর পরিষ্কার রেখে বেরন
•     বেল্ট বা দড়ি দিয়ে পোষ্যকে বেঁধে রাখবেন না

 

Around The Web

Trending News

You May like