আর মাত্র ৬০ কিমি দূরে দানব ‘ফনি’, প্রলয় রুখতে শেষ মুহূর্তের প্রস্তুতি

কলকাতা: এখনও বাংলায় প্রবেশ করেনি অতি শক্তিশালী ঘূর্ণিঝড় ফনি৷ আবহাওয়া দপ্তরের শেষ পাওয়া খবর অনুযায়ী, কলকাতা থেকে ২০০ কিলোমিটার দূরে রয়েছে ঘূর্ণিঝড় ফনি৷ দীঘা থেকে তা ৬০ কিলোমিটার দূরে৷ আজ মাঝরাত থেকে শনিবার ভোরের মধ্যেই বাংলায় প্রবেশ করবে এই ঘূর্ণিঝড়৷ অন্যদিকে ফনি মোকাবিলার জন্য শেষ মুহূর্তের প্রস্তুতি নিতে শুরু করেছে শহর কলকাতা। কলকাতা পুরসভার পক্ষ

আর মাত্র ৬০ কিমি দূরে দানব ‘ফনি’, প্রলয় রুখতে শেষ মুহূর্তের প্রস্তুতি

কলকাতা: এখনও বাংলায় প্রবেশ করেনি অতি শক্তিশালী ঘূর্ণিঝড় ফনি৷ আবহাওয়া দপ্তরের শেষ পাওয়া খবর অনুযায়ী, কলকাতা থেকে ২০০ কিলোমিটার দূরে রয়েছে ঘূর্ণিঝড় ফনি৷ দীঘা থেকে তা ৬০ কিলোমিটার দূরে৷ আজ মাঝরাত থেকে শনিবার ভোরের মধ্যেই বাংলায় প্রবেশ করবে এই ঘূর্ণিঝড়৷

অন্যদিকে ফনি মোকাবিলার জন্য শেষ মুহূর্তের প্রস্তুতি নিতে শুরু করেছে শহর কলকাতা। কলকাতা পুরসভার পক্ষ থেকে শুক্রবার সন্ধ্যায় শহর জুরে মাইকে সতর্ক করে দেওয়া হচ্ছে। বিভিন্ন এলাকায় স্কুল ও ওয়ার্ড অফিস খুলে দেওয়া হয়েছে। এর পাশাপাশি, বিপর্যয়ের সময় মানুষ যাতে আশ্রয় নিতে পারে সে জন্য যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কলা ও বিজ্ঞান বিভাগের সবক’টি ভবন-সহ ওপেন এয়ার থিয়েটার খুলে দেওয়া হয়েছে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী মধ্যরাতে বাংলার বুকে আছড়ে পড়তে পারে ফনি৷

আলিপুর আবহাওয়া দপ্তরের ডেপুটি ডিরেক্টর সঞ্জীব বন্দ্যোপাধ্যায় সংবাদ মাধ্যমে জানিয়েছেন, ফনি ক্রমাগত দুর্বল হয়ে খড়গপুর, কলকাতা পশ্চিম, নদীয়া, মুর্শিদাবাদ ঘেঁষে বাংলাদেশে ঢুকবে দানবীয় ফনি৷ ৭০ থেকে ৯০ কিমি বেগে ছড় আছড়ে পড়বে বাংলায়৷ রাজ্যে ফনির সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ১১৫ কিলোমিটার৷ বর্তমানে ফনি রয়েছে ভুবনেশ্বরের থেকে ১০ কিলোমিটার পূর্বে, কটকের ৩০ কিলোমিটার দক্ষিণে৷ সেখান থেকে খড়গপুর হয়ে ঢুকবে ঝড়৷

আবহাওয়া দপ্তর সূত্রে খবর, ফনি আজ রাতের মধ্যেই পশ্চিমবঙ্গে ঢুকবে৷ তবে, শক্তি কিছুটা কমব থাকবে৷ বাংলায় টানা ৩০ ঘণ্টা দাপট দেখানোর পর শনিবার রাতের ঘূর্ণিঝড় চলে যাবে বাংলাদেশের দিকে৷ সেখানে গিয়ে শুধুই ভারী বৃষ্টিপাত ছাড়া আর কিছুই ঘটাতে পারবে না ‘ক্লান্ত দানব’ ফনি৷

আর মাত্র ৬০ কিমি দূরে দানব ‘ফনি’, প্রলয় রুখতে শেষ মুহূর্তের প্রস্তুতিআবহাওয়া দপ্তর সূত্রে খবর, এই মুহূর্তে কলকাতা থেকে ২৫০ কিলোমিটার দূরে রয়েছে ফনি৷ এক্সট্রিমলি সিভিয়ার সাইক্লোন থেকে শক্তি খুইয়ে এই মুহূর্তে ফনি পরিণত হয়েছে ভেরি সিভিয়ার সাইক্লোনে। ধীরে ধীরে পশ্চিমবঙ্গের দিকে অগ্রসর হচ্ছে৷ ঘূর্ণিঝড় বলয়ে ঝড়ের গতিবেগ থাকে সবথেকে বেশি। থাকবে৷

জানা গিয়েছে, আজ সন্ধ্যার পর থেকে ফনি তার প্রভাব পুরোদমে ফলতে শুরু করবে৷ এর প্রভাবে ঝোড়ো হাওয়া ও সঙ্গে বৃষ্টি শুরু হবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায়৷ ফনির দাপট সব থেকে বেশি দেখা যাতে পারে দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, দুই ২৪ পরগণা, হাওড়া, হুগলি ও কলকাতায়৷ রাত বাড়ার সঙ্গে সঙ্গেই বাড়বে ঝড়ের গতিবেগ৷ পূর্বাভাস, এই সময় ৯০ থেকে ১১৫ কিলোমিটার গতিবেগে ঝড় ও তার সঙ্গে পাল্লা দিয়ে বৃষ্টি হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *