Aajbikel

৪৮ ঘণ্টার মধ্যেই নিয়োগপত্র পাবেন অনামিকা! হাইকোর্টের ক্ষোভের পরই পদক্ষেপ

 | 
anamika

কলকাতা: ববিতা সরকারের চাকরি তাঁকে দেওয়া হয়েছিল। কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল শিলিগুড়ির অনামিকা বিশ্বাসকে দ্রুত নিয়োগ পত্র দিতে হবে। কিন্তু এতদিনেও তা হয়নি। আজ এই মামলার শুনানিতে পুলিশের ওপর ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই ক্ষোভ প্রকাশের কিছু পরেই জানা গেল, আগামী ৪৮ ঘণ্টার মধ্যেই নিয়োগ পত্র পেয়ে যাবেন অনামিকা। তড়িঘড়ি পদক্ষেপ করে বিজ্ঞপ্তি জারি করেছে মধ্যশিক্ষা পর্ষদ। 

রাজ্যের প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতার চাকরি পাওয়ার পর ববিতা চাকরিতে যোগ দিয়েছিলেন। কিন্তু পরে জানা যায়, ববিতার নিয়োগে পদ্ধতিগত ত্রুটি রয়েছে। তাঁর চাকরির বিরুদ্ধে মামলা করেছিলেন অনামিকা বিশ্বাস। এর পরই ববিতার চাকরি বাতিল করেন বিচারপতি। তাঁর চাকরি দেওয়া হয় অনামিকাকে। কিন্তু এতদিনেও তাঁর নিয়োগ হয়নি। আদালতে পর্ষদ জানিয়েছিল, পরিচয় সংক্রান্ত তথ্য পুলিশি যাচাই না হওয়ায় ওই চাকরি দেওয়া যাচ্ছে না। এই যুক্তি শুনেই ক্ষুব্ধ হন বিচারপতি গঙ্গোপাধ্যায়। শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের কাছে রিপোর্ট তলব করেন বিচারপতি। এরপরই হল পদক্ষেপ। 

এই মামলায় পুলিশের ওপর ক্ষোভ প্রকাশ করে বিচারপতির বক্তব্য ছিল, কেন তাঁর ভেরিফিকেশন আটকে থাকবে? উনি কি সন্ত্রাসবাদী? আসল সন্ত্রাসবাদী এলে তো পুলিশ পালিয়ে যাবে! এই মন্তব্য করেই তিনি ধমক দেন। তবে শেষমেষ বিজ্ঞপ্তি জারি করে পর্ষদ জানিয়েছে, আগামী ২০ সেপ্টেম্বর অনামিকাকে নিয়োগপত্র দেওয়া হবে। তিনি ছাড়াও আরও চারজন চাকরিপ্রার্থী নিয়োগপত্র হাতে পাবেন। 

Around The Web

Trending News

You May like