রেল পুলিশের কাছে গাফিলতির অভিযোগ আহত যাত্রীর, শীঘ্রই শুরু হবে তদন্ত

জলপাইগুড়ি: সোমবার সকালে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস৷ সেই ঘটনায় এ বার  নিউ জলপাইগুড়ি স্টেশনের (এনজেপি) রেল পুলিশের কাছে অভিযোগ দাখিল করলেন এক যাত্রী।…

জলপাইগুড়ি: সোমবার সকালে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস৷ সেই ঘটনায় এ বার  নিউ জলপাইগুড়ি স্টেশনের (এনজেপি) রেল পুলিশের কাছে অভিযোগ দাখিল করলেন এক যাত্রী। সোমবার রাতেই জিআরপিএস-এর কাছে লিখিত ভাবে অভিযোগ দায়ের করেন তিনি।

সোমবার সকালে জলপাইগুড়ি স্টেশন ছাড়ার পর সিগন্যাল না পেয়ে ফাঁসিদেওয়াতে দাঁড়িয়ে পড়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস৷ সেই সময়ই পিছন থেকে এসে ধাক্কা মারে একটি মালগাড়ি। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছন দিকের একাধিক কামরা লাইন থেকে ছিটকে পড়ে। একটি কামরা সোজা উঠে যায় মালগাড়ির ইঞ্জিনের উপরে। এই সংঘর্ষের অভিঘাত এতটাই প্রবল ছিল যে, মালগাড়িটিও লাইনচ্যুত হয়। দুর্ঘটনায় এখনও পর্যন্ত ১০ জনের মৃত্যু খবর মিলেছে। আহত বহু৷ তাঁদের সকলেরই উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা চলছে।

আহত যাত্রীদের মধ্যেই এক জন রেল পুলিশের কাছে সোমবার রাতে অভিযোগ জানান। সেখানেই গাফিলতি, সরকারি সম্পত্তি নষ্ট-সহ একাধিক অভিযোগ আনা হয়েছে। ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ জানানো হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতেও তদন্ত করে দেখবে পুলিশ।

রেল পুলিশের পাশাপাশি রেলের তরফেও দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত করা হবে। উত্তর-পূর্ব রেলের মুখ্য সুরক্ষা কমিশনার জনককুমার গর্গের তত্ত্বাবধানে চলবে তদন্ত৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *