ভারত-বাংলাদেশের মধ্যে পর্যটকবাহী নৌযান চালুর উদ্যোগ

নয়াদিল্লি: মার্চ থেকেই চালু হতে চলেছে ভারত ও বাংলাদেশের মধ্যে রিভার ক্রুজ চলাচল৷ এই যাত্রীবাহী নৌযানের উদ্বোধন করবেন দুই দেশের প্রধানমন্ত্রী৷ বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সঙ্গে দেকা করার পর ঢাকায় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার আদর্শ সোয়াইকা এ তথ্য জানান৷ তিনি বলেন, আগামী কিছুদিনের মধ্যে ভারত ও বাংলাদেশের মধ্যে পর্যটকবাহী নৌযান চালু হবে। প্রথমে ভারতের পর্যটক দল

ভারত-বাংলাদেশের মধ্যে পর্যটকবাহী নৌযান চালুর উদ্যোগ

নয়াদিল্লি: মার্চ থেকেই চালু হতে চলেছে ভারত ও বাংলাদেশের মধ্যে রিভার ক্রুজ চলাচল৷ এই যাত্রীবাহী নৌযানের উদ্বোধন করবেন দুই দেশের প্রধানমন্ত্রী৷ বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সঙ্গে দেকা করার পর ঢাকায় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার আদর্শ সোয়াইকা এ তথ্য জানান৷

তিনি বলেন, আগামী কিছুদিনের মধ্যে ভারত ও বাংলাদেশের মধ্যে পর্যটকবাহী নৌযান চালু হবে। প্রথমে ভারতের পর্যটক দল নৌপথে বাংলাদেশের সুন্দরবন ভ্রমণ করবে। তিনি বলেন, ভারত বাংলাদেশিদের ভিসা সহজ করতে রাজধানী ঢাকার বাইরে বিভিন্ন স্থানে ১৫টি ভিসা ইস্যু সেন্টার চালু করেছে। বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা আরও সহজ এবং পুরো ভারত ভ্রমণের জন্য উন্মুক্ত করার কাজ চলছে। চিকিৎসা ভিসা সহজ করা এবং তা নিয়ে ভোগান্তি কমানোর কাজও চলছে। একইসঙ্গে সীমান্ত হাটের সমস্যাগুলো চিহ্নিত করে তা দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে। বাণিজ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ১০০টি স্পেশাল ইকোনমিক জোনের তিনটিতে ভারত বড় ধরনের বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen + 3 =