কলকাতা: ‘ফনি’র জন্য উদ্ভূত পরিস্থিতির মোকাবিলায় রাজ্য স্বাস্থ্য দপ্তর সমস্ত কর্মী এবং চিকিৎসকদের ছুটি অনির্দিষ্টকালের জন্য বাতিল করল। বৃহস্পতিবার ‘ফনি’ নিয়ে দফায় দফায় বৈঠক হয় রাজ্য এবং স্বাস্থ্য প্রশাসনের।
একদিকে যেমন রাজ্যের মুখ্যসচিব বিভিন্ন দপ্তরের সচিবদের সঙ্গে নবান্নে বৈঠকে বসে ‘ফনি’ মোকাবিলায় মাস্টারপ্ল্যান তৈরি করেন, তেমনই স্বাস্থ্য দপ্তরের হেড কোয়ার্টার স্বাস্থ্য ভবনে অতিরিক্ত মুখ্য সচিব (স্বাস্থ্য) রাজীব সিনহা রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী প্রমুখ শীর্ষ আধিকারিক এই প্রাকৃতিক দুর্যোগ কীভাবে সামলানো হবে এবং প্রশাসনকে সাহায্য করা হবে, তার পরিকল্পনা তৈরি করেন। তাতেই স্থির হয়, অনির্দিষ্টকালের জন্য দপ্তরের সর্বস্তরের কর্মচারীদের ছুটি বাতিল করা হবে।
এছাড়াও সবশুদ্ধ ন’টি পরিকল্পনা নিয়েছে দপ্তর। সেগুলি হল, প্রতিটি জেলার র্যা পিড রেসপন্স টিমকে ৬ মে পর্যন্ত চূড়ান্ত সতর্ক থাকতে হবে। রাজ্যের মেডিক্যাল কলেজগুলি থেকে ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র পর্যন্ত প্রত্যেকটি হাসপাতালে ‘ফনি’ মোকাবিলায় মেডিক্যাল টিম তৈরি রাখতে হবে। এছাড়া দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়া এবং হুগলি জেলায় সব মেডিক্যাল কলেজ সহ সমস্ত হাসপাতালে কিছু কিছু করে শয্যা সুনির্দিষ্ট করে রাখতে হবে আপৎকালীন পরিস্থিতির জন্য।