কলকাতা: সরকারি স্কুলগুলিতে ভর্তির জন্য কেন্দ্রীয়ভাবে লটারির নির্দেশিকা জারি করল স্কুল শিক্ষা দপ্তর। শুক্রবার রাজ্যের স্কুল শিক্ষা কমিশনার সৌমিত্র মোহন এই নির্দেশিকায় স্বাক্ষর করেছেন। তাতে বলা হয়েছে, প্রাক প্রাথমিক থেকে অষ্টম শ্রেণীতে ভর্তির জন্য ১ ডিসেম্বর থেকে ৮ ডিসেম্বর পর্যন্ত লটারির ফর্ম দেওয়া এবং জমা নেওয়া হবে। ১১ থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে যে কোনও দিন লটারি করতে হবে। এরপর ১৭ থেকে ২২ ডিসেম্বরের মধ্যে ভর্তি প্রক্রিয়া শেষ করতে হবে। সরকারি স্কুল, মডেল স্কুল এবং ইন্টিগ্রেটেড স্কুলগুলির ক্ষেত্রে এই নিয়ম কার্যকর হবে। শিক্ষা দপ্তরের জানানো পদ্ধতি মেনে লটারি করতে হবে। গোটা প্রক্রিয়ার রিপোর্ট তিনদিনের মধ্যে কমিশনারেটে পৌঁছনোর ব্যবস্থা করতে হবে। পাঁচ বছর বা তার বেশি কিন্তু ছ’বছরের কম বয়সি পড়ুয়াদের প্রাক প্রাথমিকে ভর্তি করতে হবে। ছ’বছর থেকে সাত বছর বয়সিরা ভর্তি হবে দ্বিতীয় শ্রেণীতে। এভাবে চলতে থাকবে। অষ্টম শ্রেণীতে ভর্তির জন্য ১৩ বছর বয়স হওয়া বাধ্যতামূলক। তবে তাদের বয়স ১৪ বছরের কম হতে হবে। পশ্চিমবঙ্গ সরকারি বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সৌগত বসু বলেন, সংগঠনের তরফে দীর্ঘদিন ধরেই কেন্দ্রীয়ভাবে নির্দেশিকা জারির আবেদন জানানো হয়েছিল। সেটা মেনেই অনেকদিন বাদে কেন্দ্রীয়ভাবে লটারির নির্দেশিকা জারি করেছে সরকার। তিনি জানিয়েছেন, সরকার বয়সের ক্ষেত্রে যে চার মাসের ছাড়ের বিষয়টি রেখেছে, সেটাও অভিভাবকদের জেনে রাখা দরকার।
স্কুলে ছাত্র ভর্তি নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশিকা স্কুল শিক্ষা দপ্
কলকাতা: সরকারি স্কুলগুলিতে ভর্তির জন্য কেন্দ্রীয়ভাবে লটারির নির্দেশিকা জারি করল স্কুল শিক্ষা দপ্তর। শুক্রবার রাজ্যের স্কুল শিক্ষা কমিশনার সৌমিত্র মোহন এই নির্দেশিকায় স্বাক্ষর করেছেন। তাতে বলা হয়েছে, প্রাক প্রাথমিক থেকে অষ্টম শ্রেণীতে ভর্তির জন্য ১ ডিসেম্বর থেকে ৮ ডিসেম্বর পর্যন্ত লটারির ফর্ম দেওয়া এবং জমা নেওয়া হবে। ১১ থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে যে কোনও দিন