ব্যারাকপুর: ভারতবর্ষে এই প্রথম গুগুলের সমতুল্য সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে এক নতুন স্টোরেজ ড্রাইভ তৈরি করে তাক লাগিয়ে দিলেন ব্যারাকপুরে ইঞ্জিনিয়ার নীলাদ্রি চক্রবর্তী। মঙ্গলবার বিকেলে ব্যারাকপুরের পৌর প্রশাসক উত্তম দাসের হাতে উদ্বোধন হল এই নতুন স্টোরেজ ড্রাইভটির।
সম্প্রতি গুগুল থেকে ব্যক্তির গোপনীয় তথ্য বেরিয়ে যাওয়ার খবর সামনে আসছে৷ সেই জায়গায় দাঁড়িয়ে এই দেশীয় নতুন ক্লাউড স্টোরেজটি তৈরির কথা মাথায় আসে ব্যারাকপুর তালপুকুর ব্যানার্জী পাড়ার বাসিন্দা ইঞ্জিনিয়ার হিমাদ্রির। তাঁর দাবি, ‘‘এই ড্রাইভটি যেহেতু দেশে তৈরি তাই এর মধ্যেকার সমস্ত তথ্য দেশের বাইরে যাবে না, এটি গুগুলের চেয়ে অনেক বেশি নিরাপদ।’’
আজ এই ড্রাইভটি আনুষ্ঠানিভাবে পথ চলা শুরু করলেও রাজ্য সরকার ও কেন্দ্র সরকার উভয়ের কাছে সরকারি ভাবে এটি স্বীকৃতির অনুরোধ জানাবেন নিলাদ্রী। তবে এই যুবক এই ধরনের ড্রাইভ তৈরি করে ব্যারাকপুরে নাম উজ্জ্বল করলেন বলেই মন্তব্য করলেন পৌর প্রশাসক উত্তম দাস। তাঁর কথায়, ‘‘নিঃসন্দেহে প্রশংসনীয় উদ্যোগ৷’’