‘কেষ্টা বেটাই চোর!’ জন্মাষ্টমীর সকালে আমুলের বার্তায় কি লুকিয়ে কোনও রাজনৈতিক ইঙ্গিত?

‘কেষ্টা বেটাই চোর!’ জন্মাষ্টমীর সকালে আমুলের বার্তায় কি লুকিয়ে কোনও রাজনৈতিক ইঙ্গিত?

কলকাতা: জন্মাষ্টমীর সকালে ভাইরাল আমূল বাংলার শুভেচ্ছা বার্তা। এক রাজনৈতিক নেতার ডাকনামের সঙ্গে আমুলের বার্তার মিল খুঁজে পাওয়ায় রীতিমতো সরগরম নেটপাড়া। বিজ্ঞাপন দেখে কেউ প্রশ্ন করছেন, ‘এই কেষ্ট কি নকুল দানা ও গুড় বাতাসা দেন?’  কেউ আবার মজা পেয়ে লিখেছেন, ‘উফ পুরো মাখন।’ সবে মিলে জন্মাষ্টমীতে আবারও ছক্কা হাঁকাল আমুলের ওয়ান লাইনার।

আসল বিষয়টি হল, শুক্রবার সকালে আমুল বাংলার ফেসবুক অ্যাকাউন্ট থেকে জন্মাষ্টমীর শুভেচ্ছা বার্তা পোস্ট করা হয়েছে। এই পোস্টের একেবারে উপরে লেখা হয়েছে শুভ জন্মাষ্টমী। তা ঠিক নিচে রয়েছে আমল বাটারের অর্ধেক খালি একটা প্যাকেটের ছবি। সেই ছোট মাখনের প্যাকেটের ছবির পাশেই বড় বড় অধ্যক্ষরে লেখা ‘কেষ্টা বেটাই চোর।’ ঘটনাচক্রে বাংলার শাসকদলের অন্যতম শীর্ষস্থানীয় নেতা অনুব্রত মণ্ডলের ডাকনাম কেষ্ট। তিনি আবার গরু পাচারের সঙ্গে যুক্ত সন্দেহে গত সপ্তাহ থেকেই রয়েছেন সিবিআই হেফাজতে। অনুব্রতকে নিয়ে এই মুহূর্তে রীতিমতো তোলপাড় রাজ্য রাজনীতি। অন্যদিকে তাঁকে সিবিআই নিজেদের হেফাজতে নেওয়ার পর থেকেই ‘গরু চোর কেষ্ট’ এমন স্লোগান শোনা যাচ্ছে বারবার। সেই স্লোগানের সঙ্গে তাল মিলিয়েই আমূল বাংলার এই ওয়ানলাইনার কিনা, তা নিয়ে উঠছে প্রশ্ন।

শুভ জন্মাষ্টমী!

তবে কারণ যাই হোক না কেন আমুলের এই বিজ্ঞাপন দেখে কিন্তু বেশ মজা পেয়েছেন নেটিজনেরা। এক একজন এক এক রকম মজার কমেন্টও করেছেন ওই পোস্টের নীচে। যেমন, এক নেটিজেন লিখেছেন, ‘এই কেষ্টার বাঁশি থেকে চড়াম-চড়াম শব্দ বেরোয়?’ একজন আবার ওই শুভেচ্ছাবার্তা শেয়ার করে লেখেন, ‘উফ! পুরো মাখন!’ সেইসঙ্গে ‘অনবদ্য এবং অসামান্য’; ‘প্রাসঙ্গিক তো অবশ্যই বিজেমূল আবার কি, শুধুই আমূল’; ‘আমূল ও মিষ্টি ভাবে চড়াম চড়াম দিয়ে দিল’; ‘নাইস চাটন’; ‘লজ্জা লাগা দরকার’; ‘আমূল টোস্ট, কেষ্টার রোস্ট’-র মতো কমেন্টও ভেসে উঠেছে আমুলের ওই ফেসবুক পোস্ট জুড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 1 =