মালদহ: আমফান ঘূর্ণিঝড়ের পর বাংলায় ত্রাণ নিয়ে দুর্নীতি হয়েছে বলে প্রথম থেকেই অভিযোগ জানিয়ে আসছে বিজেপি। সেই মামলায় এখন নতুন মোড় কারণ এক মামলাকারী আবার রাজ্যের বিরুদ্ধে অন্য এক অভিযোগ এনেছেন। মূল অভিযোগ যে একজনের ব্যাঙ্কে একাধিকবার টাকা ঢুকেছে কিন্তু সেই তথ্য খোলসা করে বলছে না সরকার।
ঠিক কতজনের ব্যাঙ্ক একাউন্টে একাধিক বার টাকা ঢুকেছে রাজ্য কেন খোলসা করছে না? মালদা জেলায় বন্যায় ক্ষতিগ্রস্তদের টাকা দেওয়ার ক্ষেত্রে যে দুর্নীতি হয়েছে রাজ্য তা বারবার আড়াল করার চেষ্টা করছে বলে আদালতে অভিযোগ জানালেন মামলাকারী। রাজ্য এর আগে প্রথম দফায় ১১ জন পরে ৩১৫ জনের তালিকা দিয়েছে যেখানে একাধিক বার টাকা ঢুকেছে বলে স্বীকার করেছে রাজ্য। সরকার কেন প্রকৃত সংখ্যা আদালতের সামনে প্রকাশ করছে না প্রশ্ন মামলাকারীর।
প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ মামলাকারীকে প্রকৃত অর্থ প্রাপকদের একটি তালিকা স্থানীয় ব্লক উন্নয়ন আধিকারিককে দেওয়ার নির্দেশ দিলেন আজ। সেই তালিকা ক্ষতিয়ে দেখে রাজ্য হাইকোর্টে রিপোর্ট দেবে আগামী ১৭ ফেব্রুয়ারি।