‘আম্পানের রিপোর্ট আইওয়াশ, আপনারা পেপার ওয়ার্কে পারদর্শী’ রাজ্যকে ফের ভর্ৎসনা হাইকোর্টের

‘আম্পানের রিপোর্ট আইওয়াশ, আপনারা পেপার ওয়ার্কে পারদর্শী’ রাজ্যকে ফের ভর্ৎসনা হাইকোর্টের

কলকাতা:  আম্পানের ত্রাণ সামগ্রী চুরি মামলায় আদালতে রিপোর্ট পেশ করল রাজ্য সরকার। কিন্তু রাজ্যের সেই রিপোর্টে অসন্তুষ্ট কলকাতা হাইকোর্ট। আরও একবার আম্পান দুর্নীতি মামলায় হাইকোর্টে প্রশ্নের মুখে পড়ল রাজ্য সরকারের তদন্ত।

আরও পড়ুন- ভবানীপুরে ভোট প্রচারে ধুন্ধুমার, দিলীপ ঘোষকে ধাক্কা, মাথা ফাটল বিজেপি কর্মীর

রাজ্যের তদন্ত রিপোর্ট প্রসঙ্গে হাইকোর্টের মন্তব্য, ‘‘এটা কোনও তদন্তই নয়৷ রিলিফফান্ডের সামগ্রী লরিতে থাকবে এটা মেনে নেওয়া যায় না। পুরোটাই আইওয়াই। আপনারা পেরার ওয়ার্কে পারদর্শী।’’ এদিকে আম্পান রিপোর্ট নিয়ে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল দাবি,  ‘‘ত্রাণ সামগ্রী কিছুই চুরি যায়নি। জেলার পুলিশ সুপারকে ডেকে বলেছি, সঠিক ভাবে তদন্ত করতে হবে।’’ প্রসঙ্গত,  গত ২০ সেপ্টেম্বর আম্পান দুর্নীতি মামলার তদন্ত রিপোর্ট পেশ করে প্রশ্নের মুখে পড়েছিল রাজ্য৷ অভিযুক্তদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছিল, তা জানতে চেয়েছিল আদালত৷ পাশাপাশি দুর্নীতির অভিযোগের তদন্ত কতদূর এগোল তাও জানতে চেয়েছিল কলকাতা হাইকোর্ট। ২৭ সেপ্টেম্বর পুনরায় রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। সেই মতোই আজ ফের রিপোর্ট জমা দেয় রাজ্য৷

আরও পড়ুন- ধান ক্ষেতে তরুণীকে ধর্ষণের পর মারধর, শ্রীঘরে অভিযুক্ত

গত বছর আম্পানের পরই বসিরহাট ২ নম্বর ব্লকের ঘোরারস কুলীন গ্রামে ৫টি ট্রাক বোঝাই ত্রাণ সামগ্রী পাঠিয়েছিল রাজ্য সরকার। গ্রামবাসীদের দাবি, ওই ত্রাণ সামগ্রী পঞ্চায়েতের উপপ্রধান সাম্বিল হোসেনের বাড়ির গোডাউনে মজুত করা হয়। সম্প্রতি মালতিপুর স্টেশন সংলগ্ন এলাকা থেকে ২টি ট্রাক বোঝাই সামগ্রী উদ্ধার করা হয়। গ্রামবাসীদের অভিযোগ, ত্রাণ পাচারের ঘটনায় মাটিয়া থানা স্বতঃপ্রণোদিত মামলা করলেও, উপযুক্ত ধারা যোগ করা হয়নি। এর পরেই গ্রামবাসীদের একাংশ কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 − 6 =