কলকাতা: সব কিছু ঠিকঠাক থাকলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্রিগেডের আগেই রাজ্য সফরে আসতে পারেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। মোদি বিরোধী জোটকে আরও অক্সিজেন দিতে আগামী ১৯ জানুয়ারি জাতীয় স্তরের একাধিক সর্বভারতীয় নেতৃত্বকে সামনে রেখে ব্রিগেডে সমাবেশ করতে চলেছেন মমতা। তার ঠিক আগেই রাজ্যে পাল্টা রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিয়ে গেরুয়া শিবিরের কর্মীদের মনোবল চাঙ্গা করতে চাইছেন অমিত। তাঁর সেই কর্মসূচি এখনও চূড়ান্ত হয়নি।
বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নিতে আগামীকাল শনিবার রাজ্য বিজেপির শীর্ষনেতারা জরুরি বৈঠকে বসতে চলেছেন। যেখানে রাজ্য সভাপতি, সাধারণ সম্পাদক, আঞ্চলিক পর্যবেক্ষক সহ একাধিক নেতা হাজির থাকবেন। ওই বৈঠক থেকেই অমিত শাহের বঙ্গ সফরের চূড়ান্ত দিনক্ষণ ঘোষণা হতে পারে। এদিকে, রথ মামলায় সুপ্রিম কোর্ট ফের পদ্ম শিবিরকে হতাশ করেছে। আগামী ৮ জানুয়ারি দেশের সর্বোচ্চ আদালতে সংশ্লিষ্ট মামলার শুনানি হতে চলেছে। স্বভাবতই রথ মামলার রায় এখনও অনিশ্চিত। সেই কারণেই লোকসভা ভোটের মুখে বিজেপি কর্মীদের ‘টেম্পো’ ধরে রাখতে রাজ্যের যে কোনও প্রান্তে সমাবেশ করতে চাইছেন সর্বভারতীয় সভাপতি।