মমতার ব্রিগেডের আগেই রাজ্যে অমিতের সভা, ঘোষণা বিজেপির

কলকাতা: মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্রিগেডের আগেই রাজ্য সফরে আসতে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ৷ মোদি বিরোধী জোটকে আরও অক্সিজেন দিতে আগামী ১৯ জানুয়ারি জাতীয় স্তরের একাধিক সর্বভারতীয় নেতৃত্বকে সামনে রেখে ব্রিগেডে সমাবেশ করতে চলেছেন মমতা৷ তার ঠিক আগেই রাজ্যে পাল্টা রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিয়ে গেরুয়া শিবিরের কর্মীদের মনোবল চাঙ্গা করতে চাইছেন অমিত৷ বিজেপি সূত্রে খবর,

মমতার ব্রিগেডের আগেই রাজ্যে অমিতের সভা, ঘোষণা বিজেপির

কলকাতা: মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্রিগেডের আগেই রাজ্য সফরে আসতে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ৷  মোদি বিরোধী জোটকে আরও অক্সিজেন দিতে আগামী ১৯ জানুয়ারি জাতীয় স্তরের একাধিক সর্বভারতীয় নেতৃত্বকে সামনে রেখে ব্রিগেডে সমাবেশ করতে চলেছেন মমতা৷ তার ঠিক আগেই রাজ্যে পাল্টা রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিয়ে গেরুয়া শিবিরের কর্মীদের মনোবল চাঙ্গা করতে চাইছেন অমিত৷

বিজেপি সূত্রে খবর, উত্তর থেকে দক্ষিণ, দু’ই বঙ্গেই তিন দিনের সফরে আসছেন অমিত শাহ৷ আগামী ১৬ জানুয়ারি সভা করবেন অমিত৷ এর পর দলীয় নেতাকর্মীদের নিয়ে বৈঠক করেন তিনি৷ ২৩ ও ২৪ জানুয়ারি কলকাতা সফর রয়েছে অমিতের৷জানা গিয়েছে, ওই বৈঠকে রাজ্য সভাপতি, সাধারণ সম্পাদক, আঞ্চলিক পর্যবেক্ষক সহ একাধিক নেতা হাজির থাকবেন৷ ওই বৈঠক থেকেই অমিত শাহের বঙ্গ নেতৃত্বর ঘাড়ে বেশ কিছু টার্গেট বেঁধে দিতে পারেন৷

এদিকে, রথ মামলায় সুপ্রিম কোর্ট ফের পদ্ম শিবিরকে হতাশ করেছে৷ আগামী ৮ জানুয়ারি দেশের সর্বোচ্চ আদালতে সংশ্লিষ্ট মামলার শুনানি হতে চলেছে৷ স্বভাবতই রথ মামলার রায় এখনও অনিশ্চিত৷ সেই কারণেই লোকসভা ভোটের মুখে বিজেপি কর্মীদের ‘টেম্পো’ ধরে রাখতে সমাবেশ করতে চাইছেন সর্বভারতীয় সভাপতি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 5 =