জ্ঞানপীঠ পুরস্কার পাচ্ছেন সাহিত্যিক অমিতাভ ঘোষ

কলকাতা: জ্ঞানপীঠ পুরস্কার পাচ্ছেন লেখক ও সাংবাদিক অমিতাভ ঘোষ৷ এর আগেও পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছেন তিনি৷ ‘শ্যাডো লাইনস’ উপন্যাসের জন্য সাহিত্য অ্যাকাডেমি পেয়েছিলেন অমিতাভ ঘোষ৷ দীর্ঘ দিন ধরে ইন্ডিয়ান এক্সপ্রেসের সাংবাদিকতা করেছেন তিনি৷ সি অফ পপিসের লিখে ২০০৮ সালে ম্যান বুকারের জন্যও নির্বাচিত হয়েছিলেন তিনি৷ I am truly honored and humbled… https://t.co/q9k35TKEwr — Amitav Ghosh

জ্ঞানপীঠ পুরস্কার পাচ্ছেন সাহিত্যিক অমিতাভ ঘোষ

কলকাতা: জ্ঞানপীঠ পুরস্কার পাচ্ছেন লেখক ও সাংবাদিক অমিতাভ ঘোষ৷ এর আগেও পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছেন তিনি৷ ‘শ্যাডো লাইনস’ উপন্যাসের জন্য সাহিত্য অ্যাকাডেমি পেয়েছিলেন অমিতাভ ঘোষ৷ দীর্ঘ দিন ধরে ইন্ডিয়ান এক্সপ্রেসের সাংবাদিকতা করেছেন তিনি৷ সি অফ পপিসের লিখে ২০০৮ সালে ম্যান বুকারের জন্যও নির্বাচিত হয়েছিলেন তিনি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 + nine =