ভূবনেশ্বর: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পৌরহিত্যে পূর্বাঞ্চলীয় নিরাপত্তা পরিষদের বৈঠকে যোগ দিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন ওড়িশায়।বুধবার বিকেলেপুরীর জগন্নাথ মন্দিরে পুজো দেন মমতা। আড়াই বছর আগে মমতার জগন্নাথ ধাম সফর ঘিরে চরম বিতর্ক হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায়কে মন্দিরে ঢুকতে দেওয়া উচিত কি না তা নিয়ে বিতর্কে জাড়ান সেবায়েতরা।
এবার অবশ্য তেমন কিছু ঘটেনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের আসার খবর পেয়েই ফুল মালা নিয়ে মন্দিরের প্রধান দ্বারে হাজির হন প্রধান পুরোহিত। মুখ্যমন্ত্রী সেখানে পৌঁছেল সেবায়েতরা তাঁকে ফুলমালায় স্বাগত জানান । বৈদিক মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়ে মুখ্যমন্ত্রীকে মন্দিরের ভিতরে নিয়ে যাওয়া হয় ।পুজো দেওয়ার পর তিনি বলেন ভগবানের কাছে দেশবাসীর জন্য শান্তিকামনা করেছেন। মুখ্যমন্ত্রী বৃহস্পতিবার ভূবনেশ্বরে ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের সঙ্গে বৈঠকে বসতে পারেন।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গেও আগামীকাল রাতে তাঁর একান্ত বৈঠকের সম্ভাবনা রয়েছে। শুক্রবার ভূবনেশ্বরে ২৪ তম ইস্টার্ন জোনাল সিকিউরিটি কাউন্সিলের মমতা ব্যনার্জী ছাড়াও ওড়িশা, ঝাড়খন্ড, বিহার ও সিকিমের মুখ্যমন্ত্রীরা উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে। বৈঠকের পরেই মুখ্যমন্ত্রীর কলকাতায় ফিরে আসার কথা।