বাংলার জনতার ‘হৃদয়’ পেতে ‘সামাজিক-হাতিয়া’ শাহের, দিলেন গুচ্ছ নির্দেশ

বাংলার জনতার ‘হৃদয়’ পেতে ‘সামাজিক-হাতিয়া’ শাহের, দিলেন গুচ্ছ নির্দেশ

কলকাতা: সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে আসন্ন বিধানসভা নির্বাচনে বাংলাকে পাখির চোখ করতে চাইছে বিজেপি। শুক্রবার সায়েন্সসিটি অডিটরিয়ামে বিজেপির সোশ্যাল মিডিয়া স্বেচ্ছাসেবকদের সম্মেলনে এই নিয়ে একঝাঁক নির্দেশ দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ভোটের আগেই তৈরি করার কথা বললেন প্রায় ৮০ হাজার হোয়াটসঅ্যাপ গ্রুপ। পাশাপাশি বাংলার সাইবার সেলকে প্রায় ১০ লক্ষ মোবাইল গ্রাহকদের সঙ্গে যুক্ত হওয়ার বার্তা দিলেন তিনি।

এদিন তিনি বলেন, “শুধুমাত্র উৎসাহ এবং উদ্দীপনা দিয়ে ভোটে জেতা যায় না। তাই আমাদের বুদ্ধিমত্তা এবং অভিনবত্বকে কাজে লাগাতে হবে।” বাংলার সাইবার সেলকে ১০ লক্ষ মোবাইল গ্রাহকের সঙ্গে যুক্ত হতে আদেশ দিলেন তিনি। এবং তা মার্চ-এপ্রিলের মধ্যেই শেষ করার কথাও বললেন। প্রত্যেক গ্রাহককে অভিনব গ্রাফিক্স বার্তা পাঠাতে হবে। বিজেপির সাইবার সেলকে তার পরামর্শ, “তিন ভাগে আপনারা কাজকে ভাগ করে নিন। প্রথম ভাগে ধর্মীয় এবং সামাজিক আবেগকে কাজে লাগাতে হবে। দ্বিতীয় ভাগে মানুষকে বোঝাতে হবে বাংলা আগে কোথায় ছিল আর এখন কোথায় আছে। এবং তৃতীয় ভাগে বাম জমানায় কিভাবে গণতান্ত্রিক অধিকার আঘাতপ্রাপ্ত হয়েছিল এবং ভোটারদের অধিকারের উপর কীরকম হিংসা নামিয়ে আনা হয়েছিল তা সবাইকে বোঝাতে হবে।” স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ, “মানুষের কাছে গ্রাফিক্স করে মেসেজ পাঠান। শুধু লেখা মানুষ পড়তে চায় না।”

রাজ্যের প্রতিটি পোলিং বুথের জন্য একটি করে হোয়াটসঅ্যাপ গ্রুপও তৈরি করার আদেশ দেন স্বরাষ্ট্রমন্ত্রী। বাংলায় মোট ৮০ হাজার ভোটকেন্দ্র রয়েছে। সেই হিসেবে ৮০ হাজার হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করে বিজেপির কথা তুলে ধরতে বলেছেন তিনি। এছাড়াও চারটি সাইবার টিম তৈরি করতে বলেছেন অমিত। সেই দলগুলির কাজ হবে প্রতিটি পরিবারকে মেসেজ পাঠানো যে, শুধুমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিই বাংলাকে বাঁচাতে পারেন। তিনি আরও বলেন, “প্রথম দলের কাজ হবে রাজনৈতিক পর্যবেক্ষণ এবং পরিসংখ্যানগত বার্তা তৈরি করা। দ্বিতীয় দল অভিনব পদ্ধতিতে কনটেন্ট তৈরি করবে। তৃতীয় দল সেই বার্তা ছড়িয়ে দেবে। সবশেষে চতুর্থ দল ছড়িয়ে পড়া বার্তার পরিপ্রেক্ষিতে মে প্রতিক্রিয়া আসবে তা সংগ্রহ করবে।”

আসন্ন বিধানসভা নির্বাচনে বাংলার যুব প্রজন্মের হাতের মুঠোয় পৌঁছে গিয়ে বাংলার মাটিতে শক্ত ভিত গড়তে চাইছে বিজেপি। আর তাই মিটিং-মিছিল-সমাবেশ-সফরের পাশাপাশি সোশ্যাল মিডিয়াকেও বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে কেন্দ্রীয় সরকার। নতুন প্রজন্মের ভোটব্যাঙ্ক দখল করার জন্য বিজেপির সাইবার সেনকে তার বার্তা, “বাংলার বিধানসভা নির্বাচনে জয়ী হওয়ার পর বিজেপিকে উড়িষ্যা, তেলেঙ্গানা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশে এবং সবশেষে কেরলেও জয়লাভ করতে হবে।  বিজেপির পতাকা যেন সারা দেশে ওড়ে। মোবাইল ফোনে প্রবেশ করে মানুষের হৃদয়ে জায়গা করে নিন। তৃণমূলের দুষ্কৃতীরা আপনাদের আটকাতে পারবেনা।” সূত্রে খবর, স্বয়ং অমিত শাহের নির্দেশ পাওয়ার পরই কাজ শুরু করে দিয়েছে বঙ্গ বিজেপির সাইবের সেল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine + 18 =