পিছিয়ে গেল অমিত শাহর বাংলা সফর, অবশেষে চূড়ান্ত দিনক্ষণ

সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি থাকায় বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহর বাংলা সফর পেছাল দু’দিন৷ আগামী ২০ জানুয়ারি তাঁর রাজ্যে আসার কথা থাকলেও বিজেপি জানিয়েছে, ২২ জানুয়ারি তিনি আসবেন৷ ওই দিন মালদহে সভা করবেন তিনি৷ পরদিন অর্থাৎ ২৩ জানুয়ারি ঝাড়গ্রাম ও সিউড়িতে জনসভায় অংশ নেবেন অমিত৷ ২৪ তারিখও দু’টি জনসভা করবেন তিনি৷ সেগুলি হবে

পিছিয়ে গেল অমিত শাহর বাংলা সফর, অবশেষে চূড়ান্ত দিনক্ষণ

সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি থাকায় বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহর বাংলা সফর পেছাল দু’দিন৷ আগামী ২০ জানুয়ারি তাঁর রাজ্যে আসার কথা থাকলেও বিজেপি জানিয়েছে, ২২ জানুয়ারি তিনি আসবেন৷ ওই দিন মালদহে সভা করবেন তিনি৷ পরদিন অর্থাৎ ২৩ জানুয়ারি ঝাড়গ্রাম ও সিউড়িতে জনসভায় অংশ নেবেন অমিত৷ ২৪ তারিখও দু’টি জনসভা করবেন তিনি৷ সেগুলি হবে কৃষ্ণনগর ও জয়গনরে৷

সুপ্রিম কোর্টে রথযাত্রার অনুমতি না পেয়ে বাংলাজুড়ে সভা-সমিতির উপর গুরুত্ব বাড়ানোর কথা বলেন রাজ্য বিজেপি সভাপতি৷  বাংলার মাটিতে পদ্ম ফোটাতে চলতি মাসেই পরপর পাঁচটি সভা করবেন বিজেপি সভাপতি অমিত শাহ৷ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার কথা মাথায় রেখে কর্মসূচি চূড়ান্ত করা হয়েছে বলে জানালেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ৷

বুধবার সাংবাদিক বৈঠক করে দিলীপ ঘোষ বলেন, ‘‘রথযাত্রা হলে দাঙ্গা-অশান্তি হবে বলে দাবি করছে রাজ্য সরকার৷ আমরা এর আগেও একাধিক সভা করেছি৷ কটা দাঙ্গা হয়েছে, বলতে পারবেন৷ আমরা এই মুহূর্তে গ্রামে গ্রামে সভা করছি৷ রাজ্য প্রশাসনের সঙ্গে পূর্ণ সহযোগিতা করে আমরা সভা-সমিতির কর্মসূচি নিয়েছি৷ আগামী ৮ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ব্রিগেডে আনার চেষ্টা চলছে। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে অনুমতি মিললে তবেই কর্মসূচি চূড়ান্ত করা হবে।’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 − 7 =