মতুয়াদের সামনে চ্যালেঞ্জের মুখোমুখি হবেন অমিত শাহ

মতুয়াদের সামনে চ্যালেঞ্জের মুখোমুখি হবেন অমিত শাহ

78050455bb02518737524fdc4ebf942a

কলকাতা: শনিবার উত্তর ২৪ পরগনার ঠাকুরনগরে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের জনসভা বিজেপির কাছে বিধানসভা নির্বাচনের আগে মহাগুরুত্বপূর্ণ। মতুয়াদের মনে সিএএ – নিয়ে অসন্তোষের যে কণামাত্র রেশ লেগেছে তা নিরসন করতেই ঠাকুর নগরে আগমন ঘটবে অমিতের। কিন্তু মনে রাখা প্রয়োজন, বিজেপি এই বিধানসভা নির্বাচনে সিএএ নিয়ে কোনও বাড়তি প্রচার এখনও পর্যন্ত করেনি। সেক্ষেত্রে এই সভা অমিতের কাছে চ্যালেঞ্জ হতে যাচ্ছে। একদিকে মতুয়াদের একটি অংশ খুব তাড়াতাড়ি নাগরিকত্ব আইনের প্রয়োগ চায়।

২০১৯-এর লোকসভা নির্বাচনে নাগরিকত্ব ইস্যু ছিল বিজেপির প্রচারে মূল হাতিয়ার। রাজনৈতিক বিশ্লেষকরা বলেছেন, লোকসভা নির্বাচনে ধর্মীয় মেরুকরণের প্রধান কারণ সিএএ। ওই আইন পাশ হলেও, তা প্রয়োগ করা হয়নি। ঠিক এই জায়গাতেই মতুয়াদের মধ্যে চাপা অসন্তোষের আগুন জ্বলেছে। বনগাঁ’র সাংসদ শান্তনু ঠাকুর মাঝে ‘বেসুরো’ হয়েছিলেন। আপাতত তিনি চুপ। এই নিয়ে বেশি কিছু বলছেন না। তবে বিধানসভা নির্বাচনের আগে সিএএ চালু করার একটা দাবি মতুয়াদের মধ্যে রয়েছে তা অস্বীকার করতে পারে না বিজেপি।  শনিবারের সভা এই জন্যই অতি গুরুত্বপূর্ণ। স্বরাষ্ট্রমন্ত্রী নাগরিকত্ব ইস্যু নিয়ে কি বলবেন তা জানতে উদগ্রীব মতুয়ারা। বিজেপিকে বিধানসভা নির্বাচনে সাহায্য করতে পারে মতুয়া ভোট। রাজ্যের অন্তত ৩০ টি কেন্দ্রে মতুয়া ভোট জেতা-হারার ফ্যাক্টর হতে পারে।

এদিকে রাতের খবর, ঠাকুরনগরে অমিত শাহের হাত ধরে বেশ কয়েকজন হেভিওয়েট বিজেপিতে যোগ দিতে পারেন। তাদের মধ্যে হাওড়া এবং হুগলির কিছু বিধায়ক থাকার সম্ভাবনা আছে। বনগাঁ-হাবড়া-ঠাকুরনগর – মতুয়াদের খোঁজে ছোট সমস্ত রাজনৈতিক দল। যদিও মতুয়াদের অবস্থান শুধু এই তিনটি জায়গায় সীমাবদ্ধ নয়। সারা দেশেই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে একদা এই উদ্বাস্তুরা। কিছু রাজনৈতিক দল তাদের কয়েক লক্ষের ভোট ব্যাংক মনে করে। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের দিকে তাকিয়ে মতুয়াদের বৃহৎ অংশের সমর্থন কতটা জরুরি তা জানে রাজনৈতিক দলগুলি। প্রতিযোগিতা চলছে বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে। রাজ্যে বিধানসভা ভোটের দামামা বেজে গিয়েছে। মতুয়া দের প্রাণকেন্দ্র ঠাকুরনগরে পরপর রাজনৈতিক সভা সূচিত হবে।

মতুয়ারা পশ্চিমবঙ্গের জনসংখ্যার প্রায় ২ কোটি বা ২০ শতাংশ এবং উত্তর ২৪ পরগনা, নাদিয়া, হাওড়া এবং দিনাজপুর (উত্তর ও দক্ষিণ) পাঁচটি জেলা জুড়ে রয়েছে। দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা, নদিয়া এবং হাওড়ার কয়েকটি অংশের কমপক্ষে ৩০ টি বিধানসভা এলাকা মতুয়ারা মোট জনসংখ্যার ৪০-৫০ শতাংশেরও বেশি। দক্ষিণবঙ্গ, ১৫১ টি আসন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শক্ত ঘাঁটি। সবুজ দুর্গ। উত্তর ২৪ পরগনা জেলার ৩৩টি বিধানসভা কেন্দ্রে। অধিকাংশই তৃণমূলের দখলে। কিন্তু, ২০১৯ সালে লোকসভা নির্বাচনে বনগাঁ কেন্দ্রে জয়ী হয় বিজেপি। লোকসভা ভোটে সিএএ বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়ে এখানে প্রবেশ করতে সক্ষম হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *