মঞ্চ না ভাঙার নির্দেশ, ৪৮ ঘণ্টার নোটিশে ঠাকুরনগর আসবেন শাহ

মঞ্চ না ভাঙার নির্দেশ, ৪৮ ঘণ্টার নোটিশে ঠাকুরনগর আসবেন শাহ

কলকাতা: দিল্লি বিস্ফোরণ কাণ্ডের জেরে দুদিনের বাংলা সফর বাতিল করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নির্ধারিত কর্মসূচি অনুযায়ী আজ ঠাকুরনগরের স্বরাষ্ট্রমন্ত্রীর সভা করার কথা ছিল। সেই সভার দিকে তাকিয়ে ছিলেন মতুয়া সম্প্রদায়ের মানুষ। স্বাভাবিকভাবেই সভা বাতিল হয়ে যাওয়ায় হতাশ হয়েছেন তারা। যদিও এখন জানা যাচ্ছে, ঠাকুরনগরের ওই সভা মঞ্চ না ভাঙার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জানিয়েছেন, তিনি শীঘ্রই ঠাকুরনগর আসবেন, ৪৮ ঘণ্টার নোটিশে আসবেন। ইতিমধ্যেই এই ব্যাপারে দিল্লি থেকে কৈলাশ-মুকুলদের সঙ্গে কথা বলেছেন তিনি বলে সূত্রের খবর। 

জানা গিয়েছে, ২৪ থেকে ৪৮ ঘণ্টার নোটিশে ঠাকুরনগরে এসে জনসভা করার কথা রয়েছে তাঁর, যদিও ঠিক কবে স্বরাষ্ট্রমন্ত্রী আসবেন তা এখনও নির্ধারিত হয়নি। তবে তাঁর সভার জন্য যে মঞ্চ তৈরি হয়েছে তা না ভাঙার নির্দেশ দিয়েছেন অমিত শাহ। সেই মঞ্চেই তিনি এসে সভা করবেন বলে জানাচ্ছে ভারতীয় জনতা পার্টি শিবির। এ বিষয় নিয়ে বিজেপি সাংসদ তথা মতুয়া নেতা শান্তনু ঠাকুরের সঙ্গে আলোচনা হয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর। তারপরেই এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে। বিধানসভা নির্বাচনের আর কয়েক সপ্তাহ বাকি। তার আগে মতুয়া সম্প্রদায়ের মন জিততে কর্মসূচি গ্রহণ করেছিল ভারতীয় জনতা পার্টি শিবির। আজকের ঠাকুরনগরের জনসভা এই জন্য ভীষণ রকম ভাবে তাৎপর্যপূর্ণ ছিল বিজেপির জন্য। মনে করা হয়েছিল, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ স্বয়ং এসে মতুয়া সম্প্রদায়ের মানুষদের সঙ্গে যখন কথা বলবেন তখন হয়তো বঙ্গ ভোটের সার্বিক চিত্র বদলে যেতে পারে। তবে আপাতত সেটি আর না হলেও খুব শীঘ্রই হতে চলেছে। 

তবে আজকের সভা না হওয়ার জন্য বিজেপিকে কটাক্ষ করতে ছাড়লেন না মমতা বালা ঠাকুর। তাঁর স্পষ্ট বক্তব্য আদতে কিছু বলার নেই তাই জন্যই আসেননি স্বরাষ্ট্রমন্ত্রী। উল্লেখ্য, আজ ঠাকুরনগরে সভায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ না আসতে পারার জন্য সেখানে যাচ্ছেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায়, নব্য বিজেপি নেতা শুভেন্দু অধিকারী এবং পশ্চিমবঙ্গের কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *