বড় নেত্রীকে বড় ব্যবধানে হারাতে হবে! প্রার্থীদের আত্মবিশ্বাস বাড়ালেন শাহ

বড় নেত্রীকে বড় ব্যবধানে হারাতে হবে! প্রার্থীদের আত্মবিশ্বাস বাড়ালেন শাহ

শান্তিপুর: গতকাল কোচবিহারের শীতলকুচিতে যে ঘটনা ঘটেছে তা নিয়ে ইতিমধ্যেই বিজেপি ক্রমাগত আক্রমণ করে চলেছে তৃণমূল কংগ্রেসকে। নির্বাচন কমিশনে গিয়ে অভিযোগ জানানোর পাশাপাশি এদিন রাখবে সফরে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ফের তোষণের রাজনীতির অভিযোগ তুলেছেন। একইসঙ্গে এই ঘটনার প্রেক্ষিতে কথা বলতে গিয়ে সাধারণ মানুষের কাছে আর্জি জানিয়েছেন, বড় নেত্রীকে বড় ব্যবধানে হারাতে হবে সকলকে।

এদিন শান্তিপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অমিত শাহ বলেন, মৃত্যু এবং খুন নিয়ে রাজনীতি করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি শীতলকুচির মৃত চারজন ভোটারকে নিয়ে কথা বলছেন, কিন্তু আনন্দ বর্মনকে নিয়ে কোন কথা বলছেন না। একই সঙ্গে জানিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় এভাবে উস্কানি না দিলে গতকালের ঘটনা কিছুতেই ঘটত না। তাই জনসভা থেকে অমিত শাহের বার্তা, সন্ত্রাস মুক্ত এবং অনুপ্রবেশ মুক্ত বাংলা চাইলে বড় নেত্রীকে বড় ব্যবধানে হারাতে হবে। তিনি এই দাবি করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় থাকলে বাংলায় সন্ত্রাস বন্ধ যেমন হবে না, তেমনই অনুপ্রবেশ এবং তোষণ বন্ধ হবে না। এর পাশাপাশি গতকালের ঘটনা সম্পর্কে ব্যাখ্যা করতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মন্তব্য করেন, কিছু অজ্ঞাত পরিচয় লোকেরা বাহিনীর ওপর হামলা চালিয়েছিল। তারপর কেন্দ্রীয় বাহিনীর বন্দুক ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। সেই সময়ে নিজেদের এবং হাতিয়ার বাঁচানোর জন্য গুলি চালায় কেন্দ্রীয় বাহিনী। এই ঘটনা অত্যন্ত মর্মান্তিক কিন্তু ওই বুথেই সকাল বেলা আনন্দ বর্মনকে খুন করে তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা বলে মন্তব্য করেন শাহ। এই প্রেক্ষিতে তাঁর প্রশ্ন, কেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই নিয়ে কোনো মন্তব্য করছেন না।

তিনি এদিন ফের দাবি করেন, বাংলায় তুষ্টিকরণ চূড়ান্ত পর্যায়ে নিয়ে পৌঁছেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোট ব্যাংকের রাজনীতি করতে গিয়ে তিনি এখন উস্কানি দিয়ে বাংলায় অশান্তি তৈরি করার চেষ্টা করছেন। এর পাশাপাশি আনন্দ বর্মনকে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়েছেন অমিত শাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 − 1 =