ঝাড়গ্রাম: ফের একবার বঙ্গ সফরে এসে আজ ঝাড়গ্রামের জনসভায় বক্তব্য রাখার কথা ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। কিন্তু বিজেপি জানিয়েছে, হেলিকপ্টার যান্ত্রিক গোলযোগের কারণে তিনি ঝাড়গ্রাম যেতে পারেননি, তাই খড়গপুর থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভাষণ দিয়েছেন তিনি। এই ভার্চুয়াল জনসভা করে আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দাবি করেছেন, বিগত ১০ বছর ধরে তৃণমূল কংগ্রেস সরকার পশ্চিমবঙ্গকে পাতালে নিয়ে গেছে! একইসঙ্গে আদিবাসীদের আত্মনির্ভরতা এবং বনভূমি ইস্যুতে মন্তব্য করেন তিনি।
অমিত শাহ জানিয়েছেন, এখন পশ্চিমবঙ্গের এমন পরিস্থিতি যে রাজ্যে দুর্গা পুজো করার জন্য আদালতের অনুমতি নিতে হয়! একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় ইচ্ছা করে কেন্দ্রীয় প্রকল্প বাংলার মানুষকে গ্রহণ করতে দেননি বলে এদিন ফের অভিযোগ করেন তিনি। শাহের বক্তব্য, শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস সরকারের কারণে আজ বাংলার মানুষ কেন্দ্রীয় প্রকল্প থেকে বঞ্চিত। এই প্রেক্ষিতে তিনি দাবি করেন, গত ১০ বছরের মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস সরকার বাংলাকে পাতালে নিয়ে গেছে। এর পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানান, ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গের ক্ষমতায় এলে আদিবাসীদের জন্য বিশ্ববিদ্যালয় তৈরি করবে এবং তাদের আত্মনির্ভর করার প্রক্রিয়া শুরু করবে। একইসঙ্গে বনভূমির অধিকার আইন লাগু করবে বিজেপি সরকার। প্রসঙ্গত, আজ ঝাড়গ্রামের জামদা সার্কাস ময়দানে জনসভা করার কথা ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। সেই কারণে গতকাল রাতেই খড়গপুর পৌঁছে যান তিনি। পরবর্তী ক্ষেত্রে সেখানকার বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ের সঙ্গে পথসভা করেন। তবে আজ কপ্টারে যান্ত্রিক গোলযোগের কারণে সবাই পৌঁছাতে না পেরে ভার্চুয়াল সভা করলেন অমিত শাহ। যদিও তৃণমূল কংগ্রেস দাবি করেছে, সভায় খুব বেশি লোক জোগাড় করতে পারেনি বিজেপি শিবির তাই সেই সভা বাতিল করতে বাধ্য হয়েছে তারা।
আরও পড়ুন- শোভন-বৈশাখীর পদত্যাগে নয়া জল্পনা রাজনৈতিক মহলে, কী বললেন সৌগত-দিলীপ?
এদিকে, সোমবার সকাল থেকে ঝাড়গ্রামে উত্তেজনা চরমে পৌঁছয়৷ বিজেপি নেতাদের অভিযোগ, আজ সকালে বিভিন্ন জেলা থেকে ঝাড়গ্রামে আসা বিজেপি কর্মী সমর্থকদের বাসে বাধা দেয় তৃণমূলের কর্মী সমর্থক ও স্থানীয় পুলিশ৷ অভিযোগ, সে কারণেই সঠিক সময়ে সার্কাস ময়দানে এসে উপস্থিত হতে পারেননি বিজেপি’র কর্মী সমর্থকরা৷ এমনকী যাঁরা এসে পৌঁছতে পেরেছেন, তাঁদেরও ভিতরে ঢুকতে বাধা দিচ্ছে পুলিশ৷ কিন্তু কেন তাঁদের ঢুকতে বাধা দেওয়া হচ্ছে, সে বিষয়ে কোনও দৃঢ় কারণ দেখাতে পারেনি তারা৷