‘কংগ্রেস-বাম-তৃণমূলকে সুযোগ দিয়েছেন, বিজেপিকে সুযোগ দিন’, আর্জি শাহের

‘কংগ্রেস-বাম-তৃণমূলকে সুযোগ দিয়েছেন, বিজেপিকে সুযোগ দিন’, আর্জি শাহের

নামখানা: সপ্তাহ খানেকের মধ্যে দ্বিতীয় বঙ্গ সফরে আজ নামখানায় জনসভা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সভা মঞ্চ থেকে সপ্তম বেতন কমিশন নিয়ে বড় ঘোষণা করার পাশাপাশি বিজেপিকে ভোট দেওয়ার জন্য আবেদন করলেন তিনি। আর্জি জানালেন, ‘কংগ্রেস-বাম-তৃণমূলকে সুযোগ দিয়েছেন, বিজেপিকে সুযোগ দিন’। তাঁর কথায়, অনুপ্রবেশকারীদের তাড়াতে চাইলে, চাই বিজেপির সরকার। 

এদিন অমিত শাহ বলেন, সুযোগ পেলে এই বাংলাকে সোনার বাংলা গড়বে বিজেপি, তাই যেমন  কংগ্রেস-বাম-তৃণমূলকে সুযোগ দিয়েছেন, বিজেপিকে সুযোগ দিতে হবে আর্জি জানান তিনি। এও বলেন, বাংলার পরিস্থিতির সম্পূর্ণ পরিবর্তন করায় বিজেপির একমাত্র লক্ষ্য। সিন্ডিকেট সহ রাজ্যের দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে উদ্যোগী বিজেপি। এই লড়াই করে আখেরে বাংলার পরিবর্তন করতে চায় ভারতীয় জনতা পার্টির শিবির। বাংলার পরিবর্তনের জন্য এ রাজ্যে বিজেপির সরকার থাকা আবশ্যক বলেই অভিমত স্বরাষ্ট্রমন্ত্রীর। একইসঙ্গে, সভা মঞ্চ থেকে সপ্তম বেতন কমিশন নিয়ে বড় ঘোষণা করলেন তিনি। স্পষ্ট করে দিলেন, পশ্চিমবঙ্গে ক্ষমতায় এলেই রাজ্যে চালু হয়ে যাবে সপ্তম বেতন কমিশন। শাহের কথায়, এই রাজ্যের কর্মচারীরা এখনো পর্যন্ত এর সুবিধা পান না কিন্তু বিজেপি ক্ষমতায় এলেই চালু হয়ে যাবে এই সুবিধা।

তৃণমূল কংগ্রেসকে একহাত নিয়ে তিনি আরও বলেন, ভয়ের কোনও কারণ নেই, নির্ভয়ে ভোট দিন কারণ ভোটের দিন তৃণমূলের একজন গুন্ডাও রাস্তায় থাকবে না। অনুপ্রবেশকারীদের তাড়াতে চাইলে, চাই বিজেপির সরকার, এমনই বক্তব্য স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। চিটফান্ড ইস্যুতে তিনি মন্তব্য করেন, ‘চিটফান্ড কেলেঙ্কারির উচ্চস্তরীয় তদন্ত হবে, দোষীরা শাস্তি পাবে। যাঁরা দুর্নীতি করেছেন, তাঁদের পাতাল থেকে বার করব।’ এদিন আবার শ্রীচৈতন্যকে নিয়ে বাংলায় ট্যুইট করেন অমিত শাহ। ট্যুইটারে তিনি লেখেন, ‘পরম পূজনীয় শ্রীচৈতন্য মহাপ্রভু তাঁর ঐশ্বরিক শক্তি ও অনন্য ভক্তিবাদের মাধ্যমে মানুষের সঙ্গে ধর্ম আর আধ্যাত্মিকতার মেলবন্ধন ঘটিয়েছেন।শুধুমাত্র ভক্তিবাদের প্রচারই করেননি,সঙ্গে জাত-পাত,উচ্চ-নিচ ভেদাভেদের মনোভাব থেকেও দূরে থাকতে শিখিয়েছেন।তাঁর জন্মবার্ষিকীতে জানাই শত কোটি প্রণাম।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 4 =