আজ ঝাড়গ্রাম-বাঁকুড়ায় জোড়া সভা অমিত শাহের, প্রস্তুতি তুঙ্গে

আজ ঝাড়গ্রাম-বাঁকুড়ায় জোড়া সভা অমিত শাহের, প্রস্তুতি তুঙ্গে

1bfe74c80db5321e439abaaa5c13932a

ঝাড়গ্রাম: ভোটের আগে ফের বাংলায় অমিত শাহ৷ গতকাল খড়গপুরে সেরেছেন রোড শো৷ আজ যাচ্ছেন জঙ্গলমহল৷ সোমবার সকাল ১১টা নাগাদ ঝাড়গ্রামের সার্কাস ময়দানে জনসভা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী৷ তাঁর কর্মসূচি ঘিরে প্রস্তুতি তুঙ্গে৷ তাঁর জনসভায় উপস্থিত থাকবেন ঝাড়গ্রাম, নয়াগ্রাম, বিনপুর, গোপীবল্লভপুর-এই চার বিধানসভা কেন্দ্রের প্রার্থীরা৷ 

আরও পড়ুন-  “রাজনীতি নিয়ে ছেলেখেলা করছেন শোভন”, ‘আনকোরা’ পায়েলকে পেয়ে খুশি রত্না

ঝাড়গ্রামের জনসভা সেরে বাঁকুড়ার পথে রওনা দেবেন শাহ৷ বাঁকুড়ার রানিবাঁধ বিধানসভার খাতরায় দুপুর ১টায় ফের জনসভা করবেন তিনি৷ সেখানে তাঁর মঞ্চে উপস্থিত থাকবেন রানিবাঁধের বিজেপি প্রার্থী ক্ষুদিরাম টুডু৷ উপস্থিত থাকবেন অন্যান্য বিজেপি নেতারাও৷ বাঁকুড়ায় সভা শেষ করেই তিনি রওনা দেবেন অসমের উদ্দেশে৷   

প্রসঙ্গত, গতকালই রাজ্যে দু’দিনের সফরে ভোট প্রচারে এসেছেন অমিত শা৷ রবিবার খড়গপুরে রোড শো করেন তিনি৷ খড়গপুর সদরে বিজেপি’র প্রার্থী অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়৷ গতকাল অমিত শাহের গাড়িতে উপস্থিত ছিলেন হিরণ৷ ছিলেন দিলীপ ঘোষও৷ খড়গপুরে আত্মবিশ্বাসী অমিত বলেন, বাংলার মানুষ পরিবর্তনের সিদ্ধান্ত নিয়ে ফলেছেন৷ তাঁরা নরেন্দ্র মোদীকে ভোট দেওয়ার অপেক্ষায় আছেন৷ 

আরও পড়ুন- সেকি! তৃণমূলকে ভোট দিতে বলছেন বিজেপি প্রার্থী! কিন্তু কেন?

উল্লেখ্য, ২০১৬ সালে পাঁচ বারের কংগ্রেস বিধায়ক জ্ঞান সিং সোহনকে হারিয়ে বিধায়ক হয়েছিলেন দিলীপ ঘোষ৷ তাঁরই ছেড়ে যাওয়া কেন্দ্রে এবার প্রার্থী হয়েছেন হিরণ৷ এই কেন্দ্রের জোড় কদমে প্রচার শুরু করে দিয়েছেন তিনি৷ জয়ের বিষয়েও আশাবাদী তিনি৷ তবে দিলীপ ঘোষ বিধায়ক পদ ছাড়ার পর এই কেন্দ্রে উপনির্বাচনে জয়ী হয়েছিল তৃণমূল কংগ্রেসের প্রার্থী৷ ফলে এবার খড়গপুর কেন্দ্রে হতে চলেছে ত্রিমুখী লড়াই৷ একদিকে বিজেপি’র প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়৷ অন্যদিকে রয়েছেন তৃণমূলের প্রার্থী প্রদীপ সরকার ও সংযুক্ত মোর্চা সমর্থিত কংগ্রেস প্রার্থী সমীর রায়৷ এই কেন্দ্রে হিরণের হয়েই গতকাল প্রচার চালালেন অমিত শাহ৷ বললেন, এবার বাংলায় সরকার গড়বে বিজেপি৷ তুষ্টিকরণের রাজনীতি বন্ধ করে সোনার বাংলা গড়বেন নরেন্দ্র মোদী৷      
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *