অভিষেকের মানহানি মামলায় অমিত শাহকে সমন পাঠাল আদালত!

অভিষেকের মানহানি মামলায় অমিত শাহকে সমন পাঠাল আদালত!

f386e39e985645c2d96921044bf426a0

 

কলকাতা: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে সমন পাঠালো আদালত। আগামী ২২ ফেব্রুয়ারি সকাল দশটায় হাজিরের নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে। হয় অমিত শাহ কিংবা তার প্রতিনিধিকে হাজিরের নির্দেশ দেওয়া হয়েছে। তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মানহানি মামলায় সমন পাঠানো হল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে।

২০১৮ সালে মেয়ো রোডের সভায় তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন অমিত শাহ। দুর্নীতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় যুক্ত রয়েছেন বলে বিস্ফোরক অভিযোগ করেন তিনি। আরো অভিযোগ ছিল, কেন্দ্রীয় সরকার রাজ্যের সাধারণ এবং গরীব মানুষের উন্নয়নে যে টাকা পাঠাচ্ছে সেই টাকা সিন্ডিকেটের মাধ্যমে বিলি হয়ে যাচ্ছে। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে অমিত শাহের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেন তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার প্রেক্ষিতেই আজ সাংসদ এবং বিধায়কদের জন্য যে বিশেষ আদালত আছে সেই আদালতের বিচারক বর্তমান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে এই সমন জারি করেছেন।

সেই সভায় অমিত শাহ মূলত বলেছিলেন, কেন্দ্রীয় সরকার বাংলাকে যে ৩ লক্ষ ৫৯ হাজার কোটি টাকা দিয়েছে, তা লুঠে নিয়েছে ‘সিন্ডিকেট’ এবং ‘ভাইপো’! পাশাপাশি নারদ, সারদা, রোজভ্যালি-সহ নানা দুর্নীতির অভিযোগের কথা তুলে ধরে তৃণমূলের বিরুদ্ধে আঙুল তুলেছিলেন তিনি। সেই সময়  অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী অমিত শাহকে আইনি চিঠি পাঠিয়ে নিঃশর্ত ক্ষমা চাওয়ার কথা বলেন। অমিত শাহ ক্ষমা না চাওয়ায় ব্যাঙ্কশাল আদালত অমিত শাহকে সমন পাঠিয়েছিল। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *