এখনই এনআরসি নিয়ে আলোচনা হচ্ছে না! ‘ভয়’ কাটানোর চেষ্টায় শাহ

এখনই এনআরসি নিয়ে আলোচনা হচ্ছে না! ‘ভয়’ কাটানোর চেষ্টায় শাহ

লেবং: ২৯৪ বিধানসভা আসনের মধ্যে পাহাড়ের তিনটি আসন তৃণমূল কংগ্রেস গোর্খাদের জন্য ছেড়ে দিয়েছে। লোকসভা নির্বাচনের মতো বিধানসভা নির্বাচনে উত্তরবঙ্গকে নিজেদের কাছে রাখতে মরিয়া ভারতীয় জনতা পার্টির শিবির। এই কারণে উত্তরবঙ্গে জনসভা করতে গিয়ে এনআরসি নিয়ে ভয় কাটানোর চেষ্টা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। লেবংয়ের জনসভা থেকে গোর্খাদের আশ্বস্ত করে বললেন, মমতা বন্দ্যোপাধ্যায় এনআরসি নিয়ে ভয় দেখানোর চেষ্টা করছেন। এখনই এনআরসি নিয়ে কোন আলোচনা হচ্ছে না বলে দাবি করলেন তিনি।

এদিন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, এনআরসি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় অযথা ভয় দেখাচ্ছেন সাধারণ মানুষকে। পাহাড়ের মানুষও মমতার নিশানা থেকে বাদ নন। কিন্তু এখনই এনআরসি নিয়ে কোনো আলোচনা হচ্ছে না আর যদিও বা হয় তাহলে গোর্খাদের কোন রকম ভয় থাকবে না, এমন মন্তব্য করে তাদের আশ্বস্ত করার চেষ্টা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বললেন, মমতা বন্দ্যোপাধ্যায় ভাইপোকে মুখ্যমন্ত্রী বানাতে চান তাই সাধারণ মানুষকে ভয় দেখাচ্ছেন। এনআরসি নিয়ে ভয় দেখিয়ে তিনি মানুষকে বিজেপির বিরোধী করতে চাইছেন। কিন্তু শাহের বক্তব্য, এনআরসি নিয়ে এখনই কোন আলোচনা হচ্ছেনা কিন্তু ভবিষ্যতে যদিও বা হয় তাহলে গোর্খাদের কেউ চুল ধরতে পারবে না। কারণ তারা কেউ অনুপ্রবেশকারী নয়। দার্জিলিং এবং দার্জিলিংয়ে থাকার গোর্খাদের সমস্যা মেটাতে পারবে একমাত্র বিজেপি সরকার। তাই তিনি গোর্খাদের আশ্বস্ত করে মন্তব্য করেছেন, বিজেপি ক্ষমতায় এলে পাহাড়ের সমস্যা সম্পূর্ণ রূপে খতম হয়ে যাবে। এই কারণেই তারা যেন নির্বাচনে বিজেপিকে ভোট দেন। 

আরও পড়ুন- ফের ধর্নায় মমতা, ছবি এঁকে প্রতিবাদ! রাতেই পরপর ২টি জনসভা

অমিত শাহ আরো বলেন, বিজেপি যে ২০০ আসনে জয়লাভ করবে সেখানে পাহাড়ের তিনটি আসন রয়েছে। এতদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাহাড়ের কোন সমস্যার সমাধান করতে পারেননি, শুধু সন্ত্রাস করে গিয়েছেন বলে দাবি করেন তিনি। তবে বিজেপি সরকার ক্ষমতায় এলে দার্জিলিঙে দিপাবলি পালন করা হবে বলে জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর বক্তব্য, দার্জিলিংয়ের উন্নয়ন থমকে গেছে এবং বিজেপি সরকার ক্ষমতায় না এলে সেই উন্নয়ন শুরু হবে না। বিজেপি এলে পাহাড়ের গোর্খাদের সঙ্গে দেশের মূল স্রোত জুড়ে দেওয়া হবে। তাই তারা যেন নিঃসন্দেহে বিজেপিকে ভোট দেন এমন বার্তা এদিনের জনসভা থেকে দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 2 =