এত নিকৃষ্ট রাজনীতিবিদ দেখিনি! মমতাকে বেনজির আক্রমণ শাহের

এত নিকৃষ্ট রাজনীতিবিদ দেখিনি! মমতাকে বেনজির আক্রমণ শাহের

পূর্বস্থলী: চতুর্থ দফায় কোচবিহারের শীতলকুচির ঘটনার পর রাজ্যের রাজনৈতিক পরিবেশ বদলে গিয়েছে অনেকটাই। আরো প্রবলভাবে বেড়ে গিয়েছে রাজনৈতিক আক্রমণ এবং একে অপরকে নিশানা করার তেজ। ইতিমধ্যেই শীতলকুচির ঘটনা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ফোনালাপ প্রকাশ্যে এনেছে বিজেপি। সেই নিয়ে ইতিমধ্যেই তাঁকে ক্রমাগত আক্রমণ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী। এদিন পূর্বস্থলীর জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে কার্যত নিকৃষ্ট রাজনীতিবিদ বলে কটাক্ষ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। 

এদিন তিনি অডিও টেপ প্রসঙ্গে বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন মৃতদেহ নিয়ে মিছিল করতে এবং এসপি ও আইসিকে ফাঁসাতে! ওনার মত নিকৃষ্ট রাজনীতিবিদ তিনি দেখেননি বলে দাবি করেছেন অমিত শাহ। একই সঙ্গে তাঁর কটাক্ষ, মমতা বন্দ্যোপাধ্যায়ের লজ্জা হওয়া উচিত। তবে এই অহংকার বেশিদিন টিকবে না, আগামী ২ তারিখ তিনি পদত্যাগপত্র জমা দেবেন বলে আত্মবিশ্বাসের সঙ্গে বলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এর সঙ্গে তাঁর আরও সংযোজন, এই ৫ দফায় ভোট হয়েছে মোট ১৮০টি আসনে৷ এর মধ্যে ১২২টি আসন চলে এসেছে ভারতীয় জনতা পার্টির ঝুলিতে৷ জামালপুরে রবিবাসরীয় সভা থেকে এমনই দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ সেই সঙ্গে তাঁর খোঁচা, এই পাঁচ দফায় দিদির গুণ্ডারা কিছু করতে পারেনি৷ তাই হাতাশায় ডুবে গিয়েছেন দিদি৷ 

 প্রসঙ্গত, এর আগে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বলেছিলেন ১৮০-র মধ্যে ১২৫টি আসন পাবে তাঁর দল৷ আজ অমিত শাহ প্রায় একই কথা বললেন৷ তবে তাঁর হিসাবে এর চেয়ে ৩টি আসন কম পাবেন তাঁরা৷ তবে বাকি তিন দফা ভোটের পর বিজেপি ২০০ পাড় করবে বলেই মনে করছেন তাঁরা৷ শাহ বলেন, ক্ষমতায় এলে রাজ্যে নতুন মডেল তৈরি করা হবে৷ তাঁর কথায়, এখন বোমা-বন্দুকের জোড়ে সরকার চলছে৷ এই মডেল আর চলবে না৷ বিজেপি ক্ষমতায় এলে রাজ্যে উন্নয়ন হবে৷ সোনার বাংলা গড়ে তোলা হবে৷ আর মুখ্যমন্ত্রী হবেন ভূমিপুত্র৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − 11 =