বাংলায় ভাইপো, ভোটব্যাঙ্ক ও জনতার জন্য পৃথক আইন চলছে: অমিত শাহ

সাংবাদিক বৈঠক করে বাংলার তৃণমূল সরকারকে এক হাত নিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী

 

কলকাতা: দুদিনের রাজ্য সফরে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বাঁকুড়ায় আদিবাসী পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে তাঁদের বাড়িতে খেয়েছেন, দক্ষিণেশ্বরের মায়ের পুজো দিয়েছেন। কিছু সময় বাংলা পরিদর্শন করার পরে চিরাচরিত ঢঙে মমতার সরকারকে আক্রমণ শানালেন তিনি। এদিন সাংবাদিক বৈঠক করে বাংলার তৃণমূল সরকারকে এক হাত নিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বাংলায় রাজনৈতিক ‘দুর্বৃত্তায়নে’র প্রসঙ্গ তুলেও মমতা সরকারকে আক্রমণ করেন অমিত শাহ৷

এদিন সাংবাদিক বৈঠকের শুরুতেই তিনি বলেন, ৩৪ বছরের বামফ্রন্ট শাসনকে দাবিয়ে ক্ষমতায় এসেছিল মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সরকার। বাংলার মানুষ ভেবেছিলেন তাদের স্বার্থে কাজ করবে তৃণমূল, উন্নত হবে তাদের জীবন। কিন্তু আজ ১০ বছর পর সাধারণ মানুষের ধারণা ভেঙে গেছে। মা-মাটি-মানুষ স্লোগান বদলে গেছে স্বৈরাচারী শাসন এবং দুর্নীতিতে। ক্ষমতায় আসার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সাধারণ মানুষকে যে আশা দেখিয়েছিলেন, তা একেবারেই পূর্ণ হয়নি। সব আশা নিরাশায় পরিণত হয়েছে, যা যা দাবি করা হয়েছে সব ফাঁপা। অমিতের কথায়, তৃণমূল সরকারের প্রতি মানুষের যে আশা ছিল তা এখন ক্ষোভে পরিণত হয়েছে। 

তিনি আরো বলেন, রাজ্য সফরে এসে তিনি যে জায়গায় গিয়েছেন, সাধারণ মানুষ যখন জয় শ্রীরাম, বন্দেমাতারাম, ভারত মাতা কি জয় স্লোগান দিচ্ছিল, কখন তাদের মধ্যে মমতা বন্দোপাধ্যায়ের সরকারের প্রতি ক্ষোভ লক্ষ্য করা গিয়েছে। মনে হয়েছে, তারা এই সরকারের প্রতি প্রচণ্ড ক্ষুব্ধ। অমিত অভিযোগ করেছেন, বাংলায় একদিকে যেমন স্বৈরাচারী শাসন এবং অসাংবিধানিক কার্যকলাপ চলছে, অন্যদিকে দুর্নীতিতে ভরে গেছে গোটা রাজ্য। এই প্রেক্ষিতে তিনি দাবি করেন, বর্তমানে পশ্চিমবঙ্গের যে হাল তা একটি মাত্র দলই পরিবর্তন করতে পারে, তার নাম ভারতীয় জনতা পার্টি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে তা করে দেখাবে বিজেপি সরকার। 

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দাবি করেন, মধ্যপ্রদেশ, ছত্রিশগড়, বিহার সহজে যে রাজ্যে ভারতীয় জনতা পার্টি শাসনের রয়েছে, সেই সেই রাজ্যে সুপরিকল্পিতভাবে কার্যকলাপ চলছে। সমগ্র পরিস্থিতির বদল এনেছে বিজেপি। গোটা দেশজুড়ে সুশাসন বজায় রেখেছে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও একই জিনিস হবে। এক্ষেত্রে তিনি দাবি, ক্ষমতায় আসার প্রথম পাঁচ বছরের মধ্যেই ৬০ কোটি গরিব মানুষের জীবনে উন্নতি এনেছে ভারতীয় জনতা পার্টি।

এদিন মমতা সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তোলেন অমিত শাহ৷ প্রশাসনে রাজনীতিকরণ নিয়েও তোলেন গুরুতর প্রশ্ন৷ সাংবাদিক বৈঠক করে বাংলার রাজনীতিতে ‘দুর্বৃত্তায়নে’র প্রসঙ্গ তুলে অমিত শাহ বলেন, ‘‘তৃণমূল সরকারের একমাত্র লক্ষ্য, ভাইপোকে মুখ্যমন্ত্রীর আসনে বসানো৷ আগামী বিধানসভা নির্বাচনে বাংলার মানুষ ঠিক করবেন, তাঁরা পরিবারবাদ চাই, নাকি উন্নয়ন৷’’ বিস্ফোরক অভিযোগ তুলে অমিত শাহের দাবি, ‘‘আজ বাংলায় প্রশাসনের রাজনীতিকরণ হয়েছে৷ রাজনীতিকে গুণ্ডারাজ কায়েম হয়েছে৷ দুর্নীতি এখন প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে৷ ঘূর্ণিঝড়ের ত্রাণ নিয়েও বড় দুর্নীতি হয়েছে৷ বাংলায় এখন ৩ আইন চলছে৷ একটা ভাইপোর জন্য, একটা দলের জন্য৷ বাকিটা সাধারণ মানুষের জন্যে৷ গোটা দেশে কোথাও নজির নেই৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *