কলকাতা: অল্প দিনের ব্যবধানে ফের একবার বঙ্গ সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জানা গিয়েছে আগামী সপ্তাহে দুদিন রোড শো করার কথা রয়েছে তাঁর। ২ এবং ৩ মার্চ যথাক্রমে উত্তর এবং দক্ষিণ কলকাতায় রোড শো করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, সূত্রের খবর এমনটাই। আরো জানা গিয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উত্তর কলকাতার রোড শো হবে টালা থেকে ধর্মতলা পর্যন্ত, দক্ষিণ কলকাতার রোড শো হবে রাসবিহারী থেকে রবীন্দ্র সদন পর্যন্ত।
আগামী ৭ মার্চ ভারতীয় জনতা পার্টির ব্রিগেড সমাবেশে আসার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। তার আগেই ফের একবার রাজ্য সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিজেপি সূত্রে আরো খবর, ২ মার্চ বঙ্গে আসছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও। সব মিলিয়ে আজ নির্বাচনে নির্ঘণ্ট ও প্রকাশ পাওয়ার পর পরবর্তী সপ্তাহ থেকেই আরো সরগরম হতে চলেছে পশ্চিমবঙ্গ তা বোঝাই যাচ্ছে। রোড শো করার পাশাপাশি অমিত শাহের জনসভা করার কথা রয়েছে। সূত্র মারফত জানা গিয়েছে, উত্তর কলকাতার কাঁকুড়গাছিতে হতে পারে অমিত শাহের জনসভা, এদিকে দক্ষিণ কলকাতায় হাজরা মোড়ে জনসভা করতে পারেন তিনি। একইসঙ্গে জানা গিয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের এই জনসভা থেকে আরও বেশ কয়েকজন টলিউডের অভিনেতা এবং অভিনেত্রী বিজেপিতে যোগদান করতে চলেছেন।
অমিত শাহ এবং যোগী আদিত্যনাথের পর রাজ্যে ব্রিগেডে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে এখানেই থেমে থাকবে না কিছুই। বিজেপি সূত্র আরো খবর, ব্রিগেড সমাবেশের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফের বঙ্গ সফরে আসবেন, তবে এবার উত্তরবঙ্গে। যদিও সেই সফরের দিনক্ষণ এখনো পর্যন্ত চূড়ান্ত করা হয়নি দলীয় তরফে। ইতিমধ্যেই বিগত কয়েক সপ্তাহে একাধিকবার বঙ্গ সফরে এসেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ আবার বঙ্গ সফরে এসেছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী স্মৃতি ইরানি। সবমিলিয়ে বোঝা যাচ্ছে, আসন্ন বিধানসভা নির্বাচনের আগে বাংলার সাধারণ মানুষের কাছে পৌঁছোতে কোনরকম ফাঁকফোকর রাখতে চাইছে না ভারতীয় জনতা পার্টি শিবির।