ব্যাকফুটে থাকা বঙ্গ বিজেপিকে চাঙ্গা করতে ফের বাংলা সফরে অমিত শাহ

ব্যাকফুটে থাকা বঙ্গ বিজেপিকে চাঙ্গা করতে ফের বাংলা সফরে অমিত শাহ

কলকাতা:  নাগরিকত্ব আইন নিয়ে দেশ জুড়ে চলছে বিক্ষোভ আন্দোলন। সিএএ ও এনআরসি নিয়ে মোদি সরকার একপ্রকার ব্যাকফুটে পড়ে গিয়েছে। বিভিন্ন বিধানসভা নির্বাচনে সেই ইঙ্গিত দিচ্ছে। অন্য দিকে, সিএএ বিরোধী লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কংগ্রেস ও সিপিএম সিএএ বিরোধী বিক্ষোভ শুরু করেছে। এরমধ্যে বাংলায় গেরুয়া শিবির মজবুত করতে রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

বিজেপি সূত্রে জানা গিয়েছে, ১ মার্চ কলকাতায় আসবেন অমিত শাহ। সংশোধিত নাগরিকত্ব আইনের সমর্থনে প্রচার চালাবেন বলে জানা গিয়েছে। মূলত সিএএ -এর প্রয়োজনীতা তুলে ধরাই অমিত শাহের বাংলা সফরের প্রধান কারণ। অন্য দিকে, অমিত শাহকে কলকাতায় সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা করেছে রাজ্য বিজেপি। তবে কোথায় এই সংবর্ধনা দেওয়া হবে, তা এখনও জানা যায়নি।

আগামী বছর পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন। এই নির্বাচনের আগেই লোকসভা নির্বাচনে পস্চিমবঙ্গে গেরুয়া হাওয়া শুরু হয়েছিল। তবে সেই হাওয়া যে এখন অনেকটাই উল্টোদিকে বইছে তা আর বলার অপেক্ষা রাখে না। সিএএ ও  এনআরসির বিরোধিতা করে জোর আন্দলনে নেমে পড়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্য দিকে, গেরুয়া শিবির সিএএ-এর সমর্থনে বেশ কয়েকটি মিছিল করলেও, সেভাবে সাড়া মেলেনি। রাজনৈতিক মহল মনে করছে, সামনের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে হাল ধরতেই শহরে অমিত শাহ আসছে। কিন্তু লোকসভা নির্বাচনে আগে বাংলা ওঠা গেরুয়া হাওয়া অমিত শাহ ফিরিয়ে আনতে পারবে কি না, সেটাই এখন দেখার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *