নেতাজি এবং ক্ষুদিরামের বলিদান মনে করালেন শাহ, ভাসলেন বাঙালি আবেগে

নেতাজি এবং ক্ষুদিরামের বলিদান মনে করালেন শাহ, ভাসলেন বাঙালি আবেগে

a536055c075c0a9e4c155d3b97c05f41

কলকাতা: সাত দিনের ব্যবধানে ফের একবার বঙ্গ সফরে এসে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিজের স্বভাব সিদ্ধ ভঙ্গিতে একহাত নিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন ন্যাশনাল লাইব্রেরিতে স্বাধীনতা সংগ্রামীদের শ্রদ্ধাজ্ঞাপনের এক অনুষ্ঠানে অংশ নিয়ে নেতাজি সুভাষচন্দ্র বসু এবং ক্ষুদিরাম বসুর প্রসঙ্গে বক্তব্য রাখলেন তিনি। বললেন, একদিকে দেশ যেমন নেতাজীর অবদান ভুলতে পারবে না, তেমনি ক্ষুদিরাম বসু যেভাবে হাসতে হাসতে ফাঁসির মঞ্চে উঠে ছিলেন তাও ভোলার নয়।

এদিন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, দেশনায়ক সুভাষচন্দ্র বসুর অবদান অনেকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু সেটা ভোলার নয়। দেশ নেতাজীর অবদানকে কোনদিন ভুলবে না তাই তাঁর ১২৫ তম জন্মবার্ষিকী কেন্দ্রীয় সরকার পালন করছে। এর পাশাপাশি খুদিরামবশু প্রসঙ্গে তিনি বলেন, হাসতে হাসতে ফাঁসির মঞ্চে ওঠা অত সহজ নয়। ‌ আজ ক্ষুদিরাম বসুর অবদান প্রত্যেক ভারতবাসীর মনে রয়েছে। একইসঙ্গে তাঁর কথায়, সুভাষচন্দ্র বসু যদি ক্যারিয়ারের কথা ভাবতেন তাহলে স্বাধীনতা আন্দোলনের প্রেরণা কি করে দিতেন। আর তিনি না থাকলেই বা কে দিত। এর পাশাপাশি ঋষি অরবিন্দের প্রসঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মন্তব্য করেন, ঋষি অরবিন্দ একথা বলেছিলেন ভারত উন্নতির শীর্ষে যাবে। সমস্ত স্বাধীনতা আন্দোলনকারী বলিদানে আজ ভারত স্বাধীন। তাই এখন এমন যুবসমাজ চাই যারা বিপ্লবীদের স্মরণ করেন এবং শ্রদ্ধা করেন। 

প্রসঙ্গত, গতকাল নামখানার জনসভা করে সপ্তম বেতন কমিশনের ঘোষণা করেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দাবি করেছেন, আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপি যদি যেতে এবং বাংলায় সরকার গড়ে তাহলে এ রাজ্যে সপ্তম বেতন কমিশন চালু হয়ে যাবে। একইসঙ্গে মানুষ যেমন কংগ্রেস এবং বাম ও তৃণমূলকে জায়গা করে দিয়েছেন রাজ্যের শাসনের জন্য, সেই প্রেক্ষিতে বিজেপিকে এবার সুযোগ দেওয়ার আর্জি জানিয়েছিলেন তিনি। একইসঙ্গে উল্লেখ করেছিলেন, বিধানসভা নির্বাচনে মানুষ জানু নির্ভয় ভোট দেন কারণ তৃণমূল কংগ্রেসের একজন গুন্ডাও রাস্তায় থাকতে পারবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *